Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা - সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ৩
২০১৬ সালে কানাডা ইমিগ্রেশনের বহুল আলোচিত প্রভিন্সিয়াল নমিনেশেন প্রোগ্রাম হিসেবে সাচকাচোয়ান একটি অন্যতম নাম। কেননা তারা বছরের দ্বিতীয় ভাগের অনেক শুরু থেকেই প্রায় প্রতিমাসে ইনটেইক ওপেন করেছে এবং স্বল্পতম সময়ে নমিনেশন দিয়েছে।এমনকি যারা এক্সপ্রেস এন্ট্রির জন্য এলিজিবল না তাদের জন্য “অকুপেশন ইন ডিম্যান্ড” নামক পৃথক স্ট্রীম চালু রেখেছে যেখানে নিম্ন আয়েল্টস স্কোর, ৩৫+ বয়স এমনকি ECA ছাড়াও অনেকেই সফল ভাবে নমিনেটেড হয়েছেন। তাই ইমিগ্রেশন টু কানাডা পেইজ উক্ত প্রোগ্রামে আবেদনের খুটিনাটি গাইড আকারে বাংলায় ধারাবাহিক ভাবে প্রকাশ করতে যাচ্ছে।
Immigration To Canada FaceBook (Click This Link) পেইজের তথ্য সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই পোষ্টগুলো যদি কেউ অন্য পেইজে বা গ্রুপে বা নিজের টাইমলাইনে কপি করেন তাহলে অনুরোধ রইল কপি-পেস্ট পোস্টে শুধু লেখকের নাম উল্লেখ না করে পেইজের লিঙ্ক শেয়ার করুন অথবা অরিজিনাল পোস্টটির লিংক শেয়ার করুন।
প্রয়োজনীয় ফর্মসমূহ:
সকলফরম-এরডাউনলোডলিংক :
http://www.cic.gc.ca/english/information/applications/prov-apply-application.asp
উপরের লিংক-এর ভিতর আপনার প্রযোজ্য ফরমটির উপর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার পিসিতে সেভ করুন।
ফর্মটি পূরণ করার জন্য এডোবি এক্রোবেট রিডার ভারসন ১১ অথবা তার পরবর্তী ভারসন প্রয়োজনহবে।
আপনার প্রযোজ্য ফরমগুলো পূরণ শেষে প্রিন্ট শেষে প্রিন্টেড প্রতিটি কপির উপর প্রযোজ্য স্থানে স্বাক্ষর দেওয়া আবশ্যক।
পূরণকৃত এবং স্বাক্ষরিত ফরমগুলো স্ক্যান করে পিডিএফ ফরমেটে প্রোফাইলের প্রযোজ্য সেকশনে আপলোড করুন।
• SINP Ethical Conduct Disclosure and Declaration Form (scanned copy)
প্রিন্সিপাল এপ্লিকেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ দ্বারা প্রযোজ্য ক্ষেত্রে পূরণকৃত
• IMM-0008 Generic Application Form for Canada (scanned copy)
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত
• Schedule A: Background/Declaration (scanned copy)
প্রিন্সিপালএপ্লিকেন্ট (আবশ্যিক) এবং স্পাউস অথবা কমন-ল-পার্টনার (যদিথাকে)
১৮বছরের ঊর্দ্ধে প্রতিটি সন্তানগণ যারা এপ্লিকেন্টের সহিত কানাডা গমণ করবে অথবা করবেনা
• Schedule 4: Economic Classes – Provincial Nominee (scanned copy)
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত
• Supplementary Information – Your Travels (scanned copy)
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত (স্বাক্ষরের প্রয়োজন নেই)
নোট : এই ফরমটি পূরণ শেষে সেইভ করা যায়না, অতএব পূরণ এবং স্ক্যানের সময়েই প্রিন্ট করে নেওয়াই উত্তম
• IMM-5406 Additional Family Information (scanned copy)
প্রিনসিপ্যাল এপ্লিকেন্ট (আবশ্যিক) এবং স্পাউস অথবা কমন-লপার্টনার (যদি থাকে)
১৮ বছরের ঊর্দ্ধে প্রতিটি সন্তানগণ যারা এপ্লিকেন্টের সহিত কানাডা গমণ করবে অথবা করবেনা
অন্যান্য ফর্ম (প্রযোজ্য ক্ষেত্রে):
• Translator Affidavit (scanned copy)
ট্রান্সলাটর কর্তৃক পূরনকৃত যদি আপনার কোন সাপোর্টিং ডকুমেন্টস ইংরেজি বা ফ্রেঞ্চ এ না হয়ে থাকে ।
• IMM-5476 Use of a Representative
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত। SINP কে আপনার আবেদন সম্পর্কিত তথ্য আপনার প্রতিনিধি বা এজেন্সি কে প্রদানের জন্য অনুমত দানে এই ফর্ম ব্যবহৃত হয় ।
• IMM-5475 Authority to Release Personal Information to a Designated Individual
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত। SINP কে আপনার আবেদন সম্পর্কিত তথ্য আপনার প্রতিনিধি বা এজেন্সি কে প্রদানের জন্য অনুমতিদানে এই ফর্ম ব্যবহৃত হয় ।
• IMM-5409 Statutory Declaration of Common Law Relationship
প্রিন্সিপাল এপ্লিকেন্ট এবং কমন-ল-পার্টনার দ্বারা পূরণকৃত ও নোটারি পাবলিক দ্বারা নোটারাইজড ।
• IMM-0008DEP Additional Dependents/Declaration (scanned copy)
প্রিন্সিপাল এপ্লিকেন্ট দ্বারা পূরণকৃত যদি ডিপেন্ডেন্ট ৪ জনের অধিক হয় ।
রেফারেন্স:
https://www.saskatchewan.ca/residents/moving-to-saskatchewan/immigrating-to-saskatchewan/saskatchewan-immigrant-nominee-program
http://publications.gov.sk.ca/documents/310/85140-ISW Application Guide (No Job) (06-May-16).pdf
http://www.canadavisa.com/saskatchewan-provincial-nominee-program.html
ইমিগ্রেশন টু কানাডা - সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ৩
ওয়েবসাইট
ফেসবুক গ্রুপ: Click This Link
ইউটিউব চ্যানেল
Email: [email protected]
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ৯:২৩