Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ১
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত - ২ (SINP গাইড বুক)
২০১৬ সালে কানাডা ইমিগ্রেশনের বহুল আলোচিত প্রভিন্সিয়াল নমিনেশেন প্রোগ্রাম হিসেবে সাচকাচোয়ান একটি অন্যতম নাম। কেননা তারা বছরের দ্বিতীয় ভাগের অনেক শুরু থেকেই প্রায় প্রতিমাসে ইনটেইক ওপেন করেছে এবং স্বল্পতম সময়ে নমিনেশন দিয়েছে।এমনকি যারা এক্সপ্রেস এন্ট্রির জন্য এলিজিবল না তাদের জন্য “অকুপেশন ইন ডিম্যান্ড” নামক পৃথক স্ট্রীম চালু রেখেছে যেখানে নিম্ন আয়েল্টস স্কোর, ৩৫+ বয়স এমনকি ECA ছাড়াও অনেকেই সফল ভাবে নমিনেটেড হয়েছেন। তাই ইমিগ্রেশন টু কানাডা পেইজ উক্ত প্রোগ্রামে আবেদনের খুটিনাটি গাইড আকারে বাংলায় ধারাবাহিক ভাবে প্রকাশ করতে যাচ্ছে।
Immigration To Canada FaceBook (Click This Link) পেইজের তথ্য সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই পোষ্টগুলো যদি কেউ অন্য পেইজে বা গ্রুপে বা নিজের টাইমলাইনে কপি করেন তাহলে অনুরোধ রইল কপি-পেস্ট পোস্টে শুধু লেখকের নাম উল্লেখ না করে পেইজের লিঙ্ক শেয়ার করুন অথবা অরিজিনাল পোস্টটির লিংক শেয়ার করুন।
প্রুফ অফ ফান্ড:
১. ন্যূনতম পরিমাণ ফান্ড অন্তত ৩ মাস SINP আবেদন জমা দেওয়ার পূর্বে জমা রাখা আবশ্যক এবং সমগ্র অভিবাসন প্রক্রিয়া চলাকালে এই তহবিল জমা রাখতে হবে।
২. ফান্ড অ্যাকাউন্ট শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাকাউন্ট (নিজের নামে) বা স্ত্রীর নামে হতে হবে.
৩. ন্যূনতম অ্যাকাউন্ট ভেলুর প্রয়োজনীয় কাগাজ পত্র জমা দিতে হবে। সব আর্থিক সম্পদের কাগজ দিতে হবে না।
চেকিং একাউন্ট, সেভিংস একাউন্ট, GICs, মিউচুয়াল ফান্ড, RRSPs (এমপ্লোয়ার প্রভিডেন্ট ফান্ড), TFSAs, টার্ম ডিপোসিড এবং টাইম ডিপোসিড.
৪. পরিবারের সদস্য সংখ্যা আনুযায়ী প্রয়োজনীয় ফান্ডস (কানাডিয়ান ডলারে):
১ জন = $12,164
২ জন= $15,143
৩ জন= $18,617
৪ জন= $22,603
৫ জন= $25,636
৬ জন= $28,913
৭ জন বা বেশি= $32,191
সাপোর্টিং ডকুমেন্টস চেকলিস্ট (অরিজিনাল ডকুমেন্ট এর পিডিএফ ফাইল কালার স্ক্যানসহ):
১। আইডেন্টিটি অ্যান্ড সিভিল স্ট্যাটাস জাতীয় কাগজপত্রঃ
জন্ম সনদ (পরিবারের সকল সদস্যদের জন্য )
ম্যারেজ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
Common-Law Relationship এর আইন গত প্রমাণ (প্রযোজ্য ক্ষেত্রে)
স্বামী/স্ত্রী এর মৃত্যু সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
সন্তানের দত্তক/এডাপশন এর কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
আবেদনকারী এবং স্পাউস, উভয়ের বিবাহবিচ্ছেদ, হেফাজত ও রক্ষণাবেক্ষণ এর কাজগপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
২। পাসপোর্ট:
পরিবারের সকল সদস্যদের পাসপোর্ট
পাসপোর্ট নম্বর, ইস্যু এবং মেয়াদ, ছবি, নাম, তারিখ এবং জন্মস্থানের তারিখ দেখাচ্ছে শুধুমাত্র সেই সব পেজ অন্তর্ভুক্ত করুন।
এক দেশের জাতীয়তা সহ যদি একাদিক দেশে বসবাস থাকেন তবে বর্তমানে বসবাসরত দেশের ভিসা কপি অন্তর্ভুক্ত করুন (প্রযোজ্য ক্ষেত্রে)
৩। শিক্ষা / প্রশিক্ষণ ক্রেডেন্টশিয়াল (প্রাইমারী এপ্লিকেন্ট):
স্নাতক ও স্নাতকত্তোর লেভেলের সার্টিফিকেট, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট।
৪। ভাষা পরীক্ষার ফলাফল (প্রাইমারী এপ্লিকেন্ট)
৫। কাজের অভিজ্ঞতা পরিচয়পত্র (প্রাইমারী এপ্লিকেন্ট):
যেসব কোম্পানিতে সর্বনিম্ন ১ বছর বা তার বেশি কাজ করেছেন তার এটি নিম্নলিখিত বিবরণ সম্বলিত রেফারেন্স লেটার(পদবী, প্রতি সপ্তাহে কাজের ঘন্টা, সর্বমোট কর্ম অভিজ্ঞতা, NOC আনুযায়ী কাজের দায়িত্ব )
শেষ ৩ মাস এর পে স্লিপ, নিয়োগপত্র, এপ্রাইজাল লেটার, ইনক্রিমেন্ট লেটার ইত্যাদি (ঐচ্ছিক) ।
৬। সেটেলমেন্ট ফান্ডস (প্রাইমারী এপ্লিকেন্ট ও সেকন্ডারী এপ্লিকেন্ট এর মোট মিলিত ফান্ড ও হতে পারে):
চেকিং একাউন্ট, সেভিংস একাউন্ট,GICs, মিউচুয়াল ফান্ড,RRSPs(এমপ্লোয়ার প্রভিডেন্ট ফান্ড),TFSAs, টার্ম ডিপোসিড এবং টাইম ডিপোসিড.
উপরে বর্ণিত যে কোনো ক্ষেত্রে ৩ মাস বয়সী ফান্ড সহগামী মোট সদস্য সংখ্যার ভিত্তিতে প্রযোজ্যে
৭। সেটেলমেন্ট প্ল্যান (আপনার প্রোফাইলে আলাদাভাবে সকল তহবিল এর প্রমাণ সহ তথ্য আপলোড করুন) নিচের লিংক থেকে পাওয়া যাবে http://www.cic.gc.ca/lctvac/English/index (সবশেষে EMAIL& প্রিন্ট অপশন আসলে পিডিএফ হিসাবে প্রিন্ট করতে হবে)
৮। সাসকাচোয়ান বসবাসরত ঘনিষ্ঠ আত্মীয়ের (প্রযোজ্য ক্ষেত্রে):
সাসকাচোয়ান বসবাসরত ঘনিষ্ঠ আত্মীয়ের কাগজপত্র।
একটি সম্পর্ক প্রমাণ করার জন্য কানাডিয়ান স্থায়ী বাসকারীর জন্ম সার্টিফিকেট এবং অথবা বিয়ের সার্টিফিকেট এবং অথবা অন্যান্য নাগরিক কাগজপত্র বা কানাডিয়ান পাসপোর্ট এ নাগরিকত্ব কার্ড ।
সাসকাচোয়ান এর হেলথ কার্ড।
রেফারেন্স লেটার বা সাসকাচোয়ান নিয়োগকর্তার কাছ থেকে গত তিন মাসের পে স্লিপস ।
৫ থেকে ১৭ বছর বয়সের মধ্যে শিশুর সাসকাচোয়ান স্কুলে ভর্তির প্রমাণ (প্রযোজ্য ক্ষেত্রে)।
লক্ষ্য করুন:
১. বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব সামহোয়্যারইন ব্লগে ও Immigration To Canada ফেসবুক পেইজে পোষ্ট করা হবে। Click This Link
২. ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্ন গুলো পাঠিয়ে দিন।
৩. কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
৪. ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন Click This Link
৫. ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনার আগ্রহ জানিয়ে মেইল করে দিন এই ঠিকানায়: [email protected]. মেইলটি করার আগে শুধু কয়েকটা সহজ কথা মনে রাখতে হবে:
১. ইমেইলের সাবজেক্ট লাইনে 'ভলান্টিয়ার' কথাটা লিখতে হবে
২. আপনার আপডেটেড Resume ওয়ার্ড ফাইলে মেইলের সাথে সংযুক্ত করে দিন
চলবে..
(সবগুলো পর্ব প্রকাশিত হবার পর রেফারেন্স সংযুক্ত করা হবে)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩২