Website Address: http://www.immigrationandsettlement.org/
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ১
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ৩
২০১৬ সালে কানাডা ইমিগ্রেশনের বহুল আলোচিত প্রভিন্সিয়াল নমিনেশেন প্রোগ্রাম হিসেবে সাচকাচোয়ান একটি অন্যতম নাম। কেননা তারা বছরের দ্বিতীয় ভাগের অনেক শুরু থেকেই প্রায় প্রতিমাসে ইনটেইক ওপেন করেছে এবং স্বল্পতম সময়ে নমিনেশন দিয়েছে।এমনকি যারা এক্সপ্রেস এন্ট্রির জন্য এলিজিবল না তাদের জন্য “অকুপেশন ইন ডিম্যান্ড” নামক পৃথক স্ট্রীম চালু রেখেছে যেখানে নিম্ন আয়েল্টস স্কোর, ৩৫+ বয়স এমনকি ECA ছাড়াও অনেকেই সফল ভাবে নমিনেটেড হয়েছেন। তাই ইমিগ্রেশন টু কানাডা পেইজ উক্ত প্রোগ্রামে আবেদনের খুটিনাটি গাইড আকারে বাংলায় ধারাবাহিক ভাবে প্রকাশ করতে যাচ্ছে।
Immigration To Canada FaceBook (Click This Link) পেইজের তথ্য সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই পোষ্টগুলো যদি কেউ অন্য পেইজে বা গ্রুপে বা নিজের টাইমলাইনে কপি করেন তাহলে অনুরোধ রইল কপি-পেস্ট পোস্টে শুধু লেখকের নাম উল্লেখ না করে পেইজের লিঙ্ক শেয়ার করুন অথবা অরিজিনাল পোস্টটির লিংক শেয়ার করুন।
Point Table: Required 60 points for eligibility out of 100 points
শিক্ষাগত যোগ্যতা:
১. মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রী - ২৩ পয়েন্ট
২. বিশ্ববিদ্যালয় ডিগ্রী যেখানে অন্তত পক্ষে তিন বছর ফুলটাইম পড়শোনা করতে হয়েছে - ২০ পয়েন্ট
৩. সাসকাচোয়ান প্রদেশে journeyperson হিসেবে কাজ করার যোগ্যতা সমমানের ট্রেড সার্টিফিকেট (সার্টিফিকেট অবশ্যই সাসকাচোয়ান শিক্ষানবীশএবংট্রেড সার্টিফিকেশন কমিশন দ্বারা অনুমোদিত হতে হবে) - ২০ পয়েন্ট
৪. ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর দুই বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ১৫ পয়েন্ট
৫. ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর এক বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ১২ পয়েন্ট
কাজের অভিজ্ঞতা:
(ক) আবেদন করার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে সম্প্রতি কাজের অভিজ্ঞতা:
=============================================
৫ বছর - ১০ পয়েন্ট
৪ বছর - ৮ পয়েন্ট
৩ বছর - ৬ পয়েন্ট
২ বছর - ৪ পয়েন্ট
১ বছর - ২ পয়েন্ট
(খ) আবেদন করার পূর্ববর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কাজের অভিজ্ঞতা:
=============================================
৫ বছর - ৫ পয়েন্ট
৪ বছর - ৪ পয়েন্ট
৩ বছর - ৩ পয়েন্ট
২ বছর - ২ পয়েন্ট
১ বছর - ০ পয়েন্ট
IELTS যোগ্যতা:
===========
CLB ৮এবং ৮ এর বেশি হলে - ২০ পয়েন্ট
CLB ৭ - ১৮ পয়েন্ট
CLB ৬ - ১৬ পয়েন্ট
CLB ৫ - ১৪ পয়েন্ট
CLB ৪ (নূন্যতম যোগ্যতা) - ১২ পয়েন্ট
বয়স:
====
১৮ বছরের নিচে - ০ পয়েন্ট
১৮-২১ বছর - ৮ পয়েন্ট
২২-৩৪ বছর - ১২ পয়েন্ট
৩৫-৪৫ বছর - ১০ পয়েন্ট
৪৬-৫০ বছর - ৮ পয়েন্ট
৫০ বছরের বেশি - ০ পয়েন্ট
লক্ষ্য করুন:
=======
১. বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব সামহোয়্যারইন ব্লগে (http://www.somewhereinblog.net/blog/splashk56 ) ও Immigration To Canada ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
২. ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্ন গুলো পাঠিয়ে দিন।
৩. কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
৪. ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন Click This Link
৫. ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনার আগ্রহ জানিয়ে মেইল করে দিন এই ঠিকানায়: [email protected]. মেইলটি করার আগে শুধু কয়েকটা সহজ কথা মনে রাখতে হবে:
১. ইমেইলের সাবজেক্ট লাইনে 'ভলান্টিয়ার' কথাটা লিখতে হবে
২. আপনার আপডেটেড Resume ওয়ার্ড ফাইলে মেইলের সাথে সংযুক্ত করে দিন
চলবে..
(সবগুলো পর্ব প্রকাশিত হবার পর রেফারেন্স সংযুক্ত করা হবে)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩৬