Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা
২০১৬ সালে কানাডা ইমিগ্রেশনের বহুল আলোচিত প্রভিন্সিয়াল নমিনেশেন প্রোগ্রাম হিসেবে সাচকাচোয়ান একটি অন্যতম নাম । কেননা তারা বছরের দ্বিতীয় ভাগের অনেক শুরু থেকেই প্রায় প্রতিমাসে ইনটেইক ওপেন করেছে এবং স্বল্পতম সময়ে নমিনেশন দিয়েছে।এমনকি যারা এক্সপ্রেস এন্ট্রির জন্য এলিজিবল না তাদের জন্য “অকুপেশন ইন ডিম্যান্ড” নামক পৃথক স্ট্রীম চালু রেখেছে যেখানে নিম্ন আয়েল্টস স্কোর, ৩৫+ বয়স এমনকি ECA ছাড়াও অনেকেই সফল ভাবে নমিনেটেড হয়েছেন। তাই ইমিগ্রেশন টু কানাডা ফেসবুক পেইজ ( Click This Link ) উক্ত প্রোগ্রামে আবেদনের খুঁটিনাটি গাইড আকারে বাংলায় ধারাবাহিক ভাবে প্রকাশ করতে যাচ্ছে।
Immigration To Canada FaceBook (Click This Link) পেইজের তথ্য সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই পোষ্টগুলো যদি কেউ অন্য পেইজে বা গ্রুপে বা নিজের টাইমলাইনে কপি করেন তাহলে অনুরোধ রইল কপি-পেস্ট পোস্টে শুধু লেখকের নাম উল্লেখ না করে পেইজের লিঙ্ক শেয়ার করুন অথবা অরিজিনাল পোস্টটির লিংক শেয়ার করুন।
Saskatchewan Immigrant Nominee Program (SINP) for Beginners:
Two types of streams in SINP (Occupation in Demand {OID} & Express Entry {EE}
SINP Occupation In Demand (OID):
১. যোগ্যতা অর্জন করার জন্যে ১০০পয়েন্ট থেকে ৬০ পয়েন্ট প্রয়োজন। (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
২. কোন CIC এক্সপ্রেস-এন্ট্রি প্রোফাইলের প্রয়োজন নেই।
৩. IETLS CLB 4 (L:4.5, R:3.5, S: 4.0, W:4.0)
৪. এডুকেশন: পয়েন্ট টেবিল আনুযায়ী (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
৫. ECA (এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট) প্রয়োজন নেই
৬. অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর এবং উপরে (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
৭. প্রুফ অফ ফান্ডঃ প্রয়োজনীয় ফান্ডের পরিমাণ কানাডিয়ান ডলারে (CAD) মোট পরিবার সদস্য অনুযায়ী আবেদনের দিন পর্যন্ত ৩ মাস
হতে হবে।
৮. প্রত্যাশিত মনোনয়নের সময় ৫ দিন থেকে ৬ মাস।
৯. কাগজ ভিত্তিক ফাইলটি মনোনয়নের পরে CIC তে জমাদিতেহবে (আঞ্চলিক ভিসা অফিসের উপর নির্ভর করে প্রসেসিং। প্রত্যাশিত সময় ২ মাস থেকে ১৬ মাস পর্যন্ত)
SINP Express Entry (EE):
১. যোগ্যতা অর্জন করার জন্যে ১০০পয়েন্ট থেকে ৬০ পয়েন্ট প্রয়োজন। (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
২. CIC এক্সপ্রেসএন্ট্রি প্রোফাইল ও জব ব্যাংক ভ্যালিডেশন কোড প্রয়োজন। (67 out of 100 পয়েন্ট সিআইসি FSW পয়েন্ট টেবিল আনুযায়ী থাকতে হবে) অথবা,
৩. IETLS CLB 7 (L:6.0, R: 6.0, S: 6.0, W: 6.0) অথবা এর উপরে
৪. এডুকেশন: পয়েন্ট টেবিল আনুযায়ী (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
৫. ECA (Education Credential Assessment) – প্রয়োজন নেই। (শুধুমাত্র CIC এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের জন্য প্রয়োজন।)
৬. অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর এবং উপরে (এই বিষয়ক টেবিল পরবর্তী পর্বে সংযুক্ত করা হবে)
৭. প্রুফ অফ ফান্ডঃ প্রয়োজনীয় ফান্ডের পরিমাণ কানাডিয়ান ডলারে (CAD) মোট পরিবার সদস্য অনুযায়ী আবেদনের দিন পর্যন্ত ৩ মাস
৮. প্রত্যাশিত মনোনয়নের সময় ৫ দিন থেকে ৬ মাস।
৯. ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ফাইলটি মনোনয়নের পরে CIC তে জমা দিতে হবে (আঞ্চলিক ভিসা অফিস এর উপর
নির্ভর করে। প্রসেসিং প্রত্যাশিত সময় ১মাস থেকে ১২ মাস পর্যন্ত)
লক্ষ্য করুন:
১. বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব সামহোয়্যারইন ব্লগে (Click This Link) ও Immigration To Canada ফেসবুক পেইজে Click This Link পোষ্ট করা হবে।
২. ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্ন গুলো পাঠিয়ে দিন।
৩. কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
৪. ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন Click This Link
৫. ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনার আগ্রহ জানিয়ে মেইল করে দিন এই ঠিকানায়: [email protected]. মেইলটি করার আগে শুধু কয়েকটা সহজ কথা মনে রাখতে হবে:
১. ইমেইলের সাবজেক্ট লাইনে 'ভলান্টিয়ার' কথাটা লিখতে হবে
২. আপনার আপডেটেড Resume ওয়ার্ড ফাইলে মেইলের সাথে সংযুক্ত করে দিন
চলবে..
(সবগুলো পর্ব প্রকাশিত হবার পর রেফারেন্স সংযুক্ত করা হবে)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩৭