Website Address: http://www.immigrationandsettlement.org/
কানাডা ইমিগ্রেশনের প্রথম দিকের ধাপগুলো হচ্ছে IELTS এবং ECA. আজকের পোস্টে আমরা ECA -এর ব্যাপারে বিস্তারিত জানবো।
ECA কি?
ECA হচ্ছে কানাডা ইমিগ্রেশন (এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের) এর একটি আবশ্যিক শর্ত যা কানাডার বাইরের যে কোন একাডেমিক সার্টিফিকেট মূল্যায়নের জন্য প্রযোজ্য।
ECA কেন করতে হয়?
কানাডার বাইরের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টোরেট ডিগ্রীধারী অভিবাসন প্রত্যাশীদের একাডেমিক সার্টিফিকেট, কানাডিয়ান সার্টিফিকের কোন লেভেলের সমমান তা নির্ধারণ করতেই ECA করানো হয়।
ECA কারা করবে?
IRCC কর্তৃক কিছু ইভালুয়েশন বডি নির্ধারন করে দেয়া আছে যাদের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীগন তাদের একাডেমিক সার্টিফিকেট এর ECA করাবেন। সেগুলো হচ্ছে-
1. University of Toronto (UOT)
2. International Credential Assessment Service of Canada (ICAS)
3. World Education Services(WES)
4. International Qualifications Assessment Service (IQAS)
5. International Credential Evaluation Service (ICES)
তবে হেল্থ স্পেশালিষ্ট ও ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য Medical Council of Canada এবং ফার্মাসিস্টদের জন্য Pharmacy Examining Board of Canada (professional body for Pharmacists) ইভালুয়েশন বডি দ্বারা তাদের সার্টিফিকেট ECA করাতে হবে।
ECA এর খরচ ও সময়ঃ
ECA এর জন্য প্রায় সব ইভালুয়েশন বডিই ২০০+/- কানাডিয়ান ডলার ফী নিয়ে থাকে। ইন্টারন্যাশনাল কুরিয়ার অপশন বেছে নিলে এবং একাধিক সার্টিফিকেট থাকলে এই খরচ বেড়ে গিয়ে ৩২০+ কানাডিয়ান ডলার হয়ে যায়। অনেকেই ডেলিভারি অপশন হিসেবে রেগুলার শিপিং বেছে নেয় যার খরচ ৭ থেকে ১০ ডলারের মধ্যেই। এতে খরচ কমে আসে এবং হার্ড কপি হাতে আসতে বেশ সময় লাগে। তবে যেহেতু তারা ECA রিপোর্টের সফট কপি মেইল করে দেয় তাই হার্ড কপে দেরিতে আসাতেও খুব একটা বেগ পেতে হয় না।
স্বল্পতম সময়ে রিপোর্ট প্রদানের দিক থেকে সব থেকে এগিয়ে আছে WES. তারা ১ মাস থেকে ২ মাসের মধ্যেই রিপোর্ট দিয়ে থাকে। অন্যান্য ইভালুয়েশন বডি ৩/৪ মাস সময় নিয়ে থাকে। তবে WES এর বেশ কিছু অসুবিধাও আছে, যা পোষ্টের শেষের দিকে আলোচনা করা হল ।
ECA এর কাজটুকু কিভাবে সমাপ্ত করতে হবে?
বাংলাদেশের আভ্যন্তরীন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট এর ক্ষেত্রে -
• প্রথমেই বেছে নিন, কোন ইভালুয়েশন বডি দ্বারা আপনি ECA করতে চাচ্ছেন।
• তাদের ওয়েবসাইটে গিয়ে ইমিগ্রেশন এর জন্য ECA অপশন বেছে নিয়ে অনলাইন একাউন্ট খুলুন। (মনে রাখবেন একাডেমিক খাতে করা ECA ইমিগ্রেশনের জন্য প্রযোজ্য নয়। তাই অবশ্যই ইমিগ্রেশন অপশন বেছে নিতে হবে।)
• একাঊন্ট খোলার পর আপনাকে তারা সর্বমোট ফী এবং কি কি ডকুমেন্ট পাঠাতে হবে তার তালিকা দিয়ে দেবে।
• এরপর আপনাকে তাদের ফী পেমেন্ট করতে হবে। আমাদের বাংলাদেশী ব্যাঙ্কগুলোর ক্রেডিট কার্ড (ডুয়েল কারেন্সি এপ্রুভড) এবং বিদেশি ব্যাংক গুলোর ডেবিট ও ক্রেডিট উভয় ধরনের কার্ড দিয়েই পে করা যাবে। পে করার পুর্বে ব্যাংকের কার্ড সেকশানে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট অপশন নির্ধারিত সময়ের জন্য ওপেন করিয়ে নিতে হবে। নিজের কার্ড না থাকলে, অন্য কারো কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে।
• পেমেন্ট করফার্মেশনের পর তারা একটি ফর্ম মেইল করে দেবে যেটা আবেদনকারীর একাডেমিক ইন্সটিটিউট দ্বারা পূরন ও সত্যায়িত করিয়ে নিতে হবে। সাধারনত ভার্সিটির রেজিস্টার অফিস এই কাজগুলো করে থাকেন।
• উক্ত ফর্মের সাথে ইভালুয়েশন বডি আর যা ডকুমেন্ট চাইবে সেগুলো ও একাডেমিক ইন্সটিটিউট দ্বারা সত্যায়িত করিয়ে, ভার্সিটির সিল গালা খামে ভরে ইভালুয়েশন বডিকে কুরিয়ার করে দিতে হবে।
• যেহেতু কুরিয়ার করার দায়িত্ব আপনার ভার্সিটির (বাস্তবে যা তারা করেনা) তাই অবশ্যই সিলগালা খামের প্রেরকের ঠিকানায় আপনার নয় বরং আপনার ভার্সিটির ঠিকানা বসবে।
• এরপর আপনার অনলাইন একাউন্ট থেকে আপনি আপনার ECA এর কার্যক্রম কতদূর এগিয়েছে তা জানতে পারবেন এবং অপেক্ষা করুন সে সময় পর্যন্ত যখন একাউন্টে দেখাবে যে ইভালুয়েশন বডি আপনার সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আপনার ভার্সিটির সাথে যোগাযোগ করেছে।
• ঠিক তখনই আপনার ভার্সিটি অথরিটির সাথে যোগাযোগ করুন এ ব্যাপারে। তারা ইভালুয়েশন বডির পাঠানো ডকুমেন্ট গুলো প্রিন্ট করে তাতে ভেরিফাইড সিল লাগিয়ে আবার ইভালুয়েশন বডি কে ফিরতি মেইল করে দেবে।
• অন্য কোন সমস্যা না থাকলে এর কিছুদিনের মধ্যেই (১০-২০) আপনার ইসিএ রিপোর্ট আপনার মেইলে চলে আসবে।
বাংলাদেশের বাহিরের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট এর ক্ষেত্রে-
• অনলাইন একাউন্ট ওপেন এবং ফী পরিশোধের জন্য একই নিয়ম ।
• দেশের বাইরের যে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেয়া হয়েছে তাদের সাইট এ গিয়ে অনলাইনে ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে হবে এবং ট্রান্সক্রিপ্টের ডেলিভারি এড্রেস দিতে হবে ইভালুয়েশন বডির এড্রেস।
• ইভালুয়েশন বডিকে পেমেন্ট করার পর যে ফর্মটা তারা দেবে সেটাও ভার্সিটির রেজিস্টার মেইলে পাঠিয়ে দিতে হবে।
• বাকি সব কাজ ভার্সিটির রেজিস্টার অফিসই করবে ।
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
ইমিগ্রেশন টু কানাডা
Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ২
চলবে...
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪৬