Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব
কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিং নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত তথ্যনির্ভর পর্বগুলোর আজকের পর্বে আমরা এক্সপ্রেস এন্ট্রি'র ১২০০ পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করবো।
যারা এত দিন বসে কেবল ৬৭ পয়েন্টের পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে এক্সপ্রেস এন্ট্রির ১২০০ পয়েন্টের হিসাব কষতে গিয়ে তাহলে নিশ্চিত ঘাম ঝড়ে যাবে। সেই চিন্তাকে মিথ্যা প্রমাণ করতেই এই পোষ্ট মর্টেম পর্বের শুরু হল। আশাকরি এই পর্ব গুলোর শেষে এলিজিবল পাঠকগণ নিজেই নিজের CRS (কম্প্রেহিনসিভ র্যাংকিং সিস্টেম) স্কোর গণনা করতে পারবেন।
তবে আলোচনা শুরুর আগে একটি পুরনো মন্ত্র মনে করিয়ে দিয়ে আর একটি নতুন মন্ত্র শেখাতে চাই । কারণ এই দু'টো বিষয় নিয়ে বরাবরই সবাই তালগোল পাকিয়ে ফেলেন।
পুরাতন মন্ত্রঃ কোন ভাবেইএক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট হিসাব করতে গিয়ে FSW গ্রীডের 67 পয়েন্টের প্রসঙ্গ টেনে আনবেন না।
নতুন মন্ত্রঃ বিবাহিত আবেদনকারীগণ অবিবাহিত বা সিঙ্গেল আবেদনকারীর সাথে নিজের প্রোফাইল তুলনা করবেননা। এক্সপ্রেস এন্ট্রির প্রতিটি ধাপে উপরিউক্ত দুই ধরনের আবেদনকারীদের পয়েন্ট ভিন্নভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে।
ফিরে আসি কাজের কথায়। আজকের পর্বে আমরা জানবো সামগ্রিকভাবে কোন কোন মানদন্ডে এই ১২০০ পয়েন্ট কে ভাগ করা হয়েছে।
নিচের তালিকাটি দেখুন:
তালিকায় স্পষ্ট দেখা যাচ্ছে যে, ১২০০ পয়েন্টের ৬০০ পয়েন্ট আসবে আবেদনকারীর প্রোফাইলের বিভিন্ন ফ্যাক্টর থেকে। জেনে নেই সেই ফ্যাক্টর গুলোর আওতায় কি কি বিষয় বিবেচনা করা হবে।
১। হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর:
একজন আবেদনকারীকে কানাডা অথরিটি তাদের জন্য মূলধন বিবেচনা করবে কিনা সেটা নির্ভর করবে আবেদনকারীর কিছু বিশেষ যোগ্যতার উপর। এই ফ্যাক্টরের সর্বোচ্চ পয়েন্ট ৪৬০। বিবেচিত বিষয়গুলো হল, যথাক্রমে আবেদনকারীর বয়স , শিক্ষাগত যোগ্যতা , অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের (ইংরেজি বা ফ্রেঞ্চ অথবা দুটোই) উপর দক্ষতা এবং কানাডিয়ান চাকুরীর অভিজ্ঞতা। নিচে দেখুন ৪৬০ এর বিভাজন:
২। পার্টনারের থেকে প্রাপ্ত পয়েন্ট বা স্পাউস ফ্যাক্টর:
এ ফ্যাক্টর থেকে একজন আবেদনকারী সর্বোচ্চ ৪০ পয়েন্ট দাবী করতে পারবেন। আবেদনকারী তার স্পাউসের শিক্ষাগত যোগ্যতা, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের দক্ষতা এবং কানাডিয়ান চাকুরীর অভিজ্ঞতার মাধ্যমে এই ৪০ পয়েন্ট অর্জন করে নিতে পারবেন।
তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, স্পাউসের শিক্ষাগত যোগ্যতা ও অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের দক্ষতার জন্য পয়েন্ট ক্লেইম করতে হলে অবশ্যই তার একাডেমিক সার্টিফিকেট (ECA) স্বীকৃত ইভালুয়েশন বডি থেকে মূল্যায়ন করিয়ে নিতে হবে এবং অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ দক্ষতার স্কোর পেপার (IELTS স্কোর) জমা দিতে হবে। আর কোন আবেদনকারী যদি এই পয়েন্ট দাবী করতে না চান তাহলে তার পার্টনারের ECA বা IELTS কোনটাই আবশ্যক নয় । প্রসঙ্গত: উল্লেখ্য যে, ECA সংক্রান্ত আদ্যোপান্ত নিয়ে আমার একটি পর্ব যথারীতি প্রকাশিত হবে।
৩। স্কিল ট্রান্সফারিবিলিটি ফ্যাক্টর:
আবেদনকারীর শিক্ষা , চাকুরীর অভিজ্ঞতা এবং ইংরেজী ভাষার দক্ষতা তার কানাডায় টিকে থাকার সম্ভাবনাকে অনেক টুকু বাড়িয়ে দেয়। তাই এই ফ্যাক্টরে পুনরায় আবেদনকারীগণ উপরিউক্ত যোগ্যতার জন্য সর্বোচ্চ ১০০ পয়েন্ট দাবী করতে পারবেন। (শর্ত প্রযোজ্য)
এডিশনাল ৬০০ পয়েন্টঃ
এই ফ্যাক্টর থেকে একজন আবেদনকারী অতিরিক্ত ৬০০ পয়েন্ট অর্জন করে নিজের প্রোফাইলে ভারী করা তথা ইমিগ্রেশন এর পরীক্ষায় সফল হওয়া নিশ্চিত করতে পারেন। তবে তার জন্য কানাডিয়ান বৈধ কাজের প্রস্তাব হাতে থাকতে হবে যা কিনা যারপরনাই অসম্ভব (অন্তত: বাংলাদেশীদের জন্য)। অথবা কোন প্রভিন্স থেকে নমিনেশন পেয়েও একজন আবেদনকারী অতিরিক্ত এই ৬০০ পয়েন্ট অর্জন করতে পারে। তবে সে পথটাও খুব একটা সহজ নয়। আবার 'ভ্যালীড জব অফার' বা বৈধ কাজের প্রস্তাবের মত দুঃসাধ্যও নয়।
প্রাথমিক ধারণা এখানেই শেষ হল। আগামী পর্ব থেকে ধাপে ধাপে আমরা ১২০০ পয়েন্টের হিসাব কষার উপায়গুলো বিস্তারিত জেনে নেব। সাথে থাকবেন আশা করি। চোখ রাখুন ব্লগ এবং ফেসবুকের পাতায়!
আপনার জন্যে শুভকামনা।
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ২য় পর্ব
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৩২