পর্ব ১০
কানাডা'র নতুন ইমিগ্র্যান্টদের জন্যে লেখা এই সিরিজের আজকের পর্বটি সাজানো হয়েছে কানাডায় জব ইন্টারভিউ এর সঠিক প্রস্তুতি এবং সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে। কানাডা'য় প্রফেশনাল জব পেতে হলে একদিকে যেমন কানাডা'র কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রী এবং শক্ত রেফারেন্স এর প্রয়োজন, অন্যদিকে তেমনি প্রয়োজন চাকুরী বিষয়ক Resume, Cover letter এবং ইন্টারভিউ-এর জন্যে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করা। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ইমিগ্র্যান্ট ব্যক্তিদের জন্যে কানাডায় যথোপযোগী প্রয়োজনীয় শিক্ষাগ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের খবরাখবর, চাকুরী বিষয়ক Resume, Cover letter তৈরি ইত্যাদি নিয়ে বিস্তারিত লেখার কাজে হাত দিয়েছি। এতে করে কানাডায় ইমিগ্র্যান্ট হয়ে আসার পর নতুন কোন ইমিগ্র্যান্ট-এর সময় নষ্ট না করে দ্রুত প্রফেশনাল ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আর বেগ পেতে হবেনা।
আজকের আলোচ্য বিষয় 'জব ইন্টারভিউ' বিষয়ক প্রস্তুতি এবং সম্ভাব্য প্রশ্নোত্তর। কানাডায় প্রফেশনাল চাকুরির জন্যে 'জব ইন্টারভিউ' প্রস্তুতি গ্রহণের জন্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেগুলোর প্রতিটি স্টেপ আমি বিস্তারিত আলোচনায় আনবো। 'জব ইন্টারভিউ'-এর জন্যে যে বিষয়গুলো আমি আলোচনায় আনবো, সেগুলো সবশ্রেণীর পেশাজীবিদের জন্যেই সাধারণত একই। আর শুধুমাত্র কানাডা'র জন ইন্টারভিউ-ই নয় বরং বাংলাদেশের অনেক মাল্টিন্যাশনাল কোম্পানীও এখন কানাডা'র মতোই চাকুরীর ইন্টারভিউ নিয়ে থাকে। সুতরাং এই লেখাগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও আপনার কাজে লাগতে পারে। পাঠকদের কাছে অনুরোধ রইলো, এ বিষয়ে কারও যদি কোন প্রশ্ন থাকে তাহলে দ্বিধা না করে দ্রুত আমাকে মেইল করে দিন অথবা ফেসবুকে আপনার কাঙ্খিত প্রশ্নটি করুন: Facebook page: Click This Link Email: [email protected]
'জব ইন্টারভিউ' বিষয়ক সম্ভাব্য প্রশ্নোত্তর আলোচনা দীর্ঘ বলে এই পর্বটিকে আমি কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। ধারাবাহিকভাবে সব পর্বই সামহোয়্যারইন ব্লগ এবং আমার ফেসবুক পেজে প্রকাশিত হবে। ধারাবাহিক ভাবে আমার এই লেখাগুলো একান্তই আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে শেয়ার করা। আমার নিজের জীবনে কানাডায় চাকুরীর ইন্টারভিউতে আমি ঠিক এই ঘটনাগুলোরই সম্মুখীন হয়েছি।
'জব ইন্টারভিউ'তে প্রধান আলোচ্য বিষয়াবলি:
ক. কিছু সাধারণ টিপস
খ. ইন্টারভিউ শুরুর আগে করণীয় কাজগুলো
গ. ইন্টারভিউ চলাকালীন করণীয় কাজগুলো
ঘ. ইন্টারভিউ শেষে করণীয় কাজগুলো
ঙ. জব বিষয়ক কমন বিহেভিয়রাল প্রশ্ন এবং সঠিক উত্তর
আসুন, তাহলে আলোচনা শুরু করা যাক:
ক. কিছু সাধারণ টিপস্:
১. 'জব ইন্টারভিউ' এর সঠিক প্রস্তুতি গ্রহণ কেন জরুরী?
কাঙ্খিত জবের জন্যে Resume, Cover letter ইমেইল করার পর যদি চাকুরীপ্রার্থীকে ২-৩ সপ্তাহের মধ্যে ফিরতি ইমেইলে / ফোন-এ জানানো হয় যে, তিনি শর্ট লিস্টে রয়েছেন এবং তার ইন্টারভিউ অমুক তারিখে, এর পরেই প্রার্থীকে ইন্টারভিউ-এর জন্যে নিজেকে তৈরি করতে হবে। শুধু কানাডায় নয়, বরং সব স্থানেই 'প্রতিযোগীতা' নামক চ্যালেঞ্জটি রয়েছে। সুতরাং, অনেক ক্যান্ডিডেটের মাঝ থেকে আপনাকে কেন চাকুরীদাতা বেছে নেবেন? নেবেন, কারণ আপনার চাকুরী পাবার প্রতিটি ধাপে আপনি আপনার চৌকস দক্ষতা প্রকাশ করবেন। সুতরাং সঠিক প্রস্তুতি থাকলে ইন্টারভিউ বোর্ডে আপনি থাকবেন আত্মপ্রত্যয়ী। 'জব ইন্টারভিউ'-তে আপনি নিজেকে বিক্রি করবেন পোটেনশিয়াল কাস্টমারের কাছে। কাজেই এই স্থানটিই হচ্ছে নিজের ব্র্যাণ্ডিং করার আদর্শ স্থান।
২. সাধারণত কয়জন থাকেন ইন্টারভিউ বোর্ডে?
সাধারণত ৩-৪ জন থাকেন। প্রত্যেকের হাতেই প্রশ্নের বই থাকে এবং আপনি তাদের প্রশ্নের উত্তরে যা যা বলবেন, তারা সেগুলো সেই প্রশ্নের বইতে লিখে নিবেন।
৩. ভাষার দক্ষতা:
কানাডাতে 'জব ইন্টারভিউ' -তে প্রশ্নকর্তার প্রশ্ন বোঝার এবং চটপট উত্তর দেবার জন্যে কানাডা'র ইংরেজি ভাষার ওপরে দক্ষতা থাকাটা অনিবার্য। প্রশ্নকর্তার কোন প্রশ্ন আপনি না বুঝলে দ্বিতীয় বার তাকে জিজ্ঞেস করতে পারেন। তবে প্রথম সুযোগেই প্রশ্নটি বুঝে নিতে হবে আপনাকে। লিসেনিং, স্পিকিং, গ্রামার, relevant সঠিক উত্তর -এই প্রতিটি বিষয়ের ওপরেই কিন্তু রয়েছে নম্বর।
৪. সাবলীলতা:
ইন্টারভিউ বোর্ডে Fluent English বলা এবং প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে আত্মপ্রত্যয়ী এবং সাবলীলভাবে প্রশ্নটি বুঝে নিয়ে তার সঠিক উত্তর দেয়াটাই ক্রেডিট। ইন্টারভিউ বোর্ডে যাবার আগে কানাডা'র কালচার এবং দৈনন্দিন জীবনের Terms গুলোর সাথে নিজেকে পরিচিত করাটাও জরুরী। একটা উদাহরণ দেই। বাংলাদেশে আমরা ফুটবল খেলায় আবাহনী-মোহামেডান দলগুলোর নাম, খেলোয়াড় ইত্যাদির সাথে ব্যাপক পরিচিত। টরন্টোতেও এরকম কিছু খেলাধুলো আছে যেমন, রাগবী, বাস্টেক বল, আইস হকি ইত্যাদি এবং এই খেলাগুলোর বিভিন্ন দলের ব্যাপারে ব্যাপক দর্শক সমর্থনও রয়েছে। এরকম কিছু দল যেমন Toronto Blue Jays, Toronto Raptors ইত্যাদির ব্যাপারে খবরাখবর রাখাটা জরুরী। আমি এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তারমানে এই না যে, জব ইন্টারভিউতে আপনাকে Toronto Blue Jays, Toronto Raptors এর ব্যাপারে জিজ্ঞেস করবে বা এই বিষয়ক পড়াশুনা করে যেতে হবে। আপনার কাছে আমার মেসেজটি হলো, কানাডা'র দৈনন্দিন জীবনের সাথে নিজেকে খাপখাইয়ে নিয়ে এখানকার চলতি বিষয়গুলোর ব্যাপারে সাধারণ জ্ঞান রাখাটা জরুরী।
৫. ইন-পারসন ইন্টারভিউ: এ ধরনের ইন্টারভিউতে আপনাকে সরাসরি সেই প্রতিষ্ঠানে গিয়ে নির্দিষ্ট সময় ও তারিখে ইন্টারভিউ দিতে হবে। কানাডা'র অনেক জবে গাড়ি চালানোর লাইসেন্স থাকাটা অত্যাবশ্যক। কাজেই আপনার G2/G License থাকলে আপনি ইন্টারভিউ-এর দিন নিজেই গাড়ি চালিয়ে চলে যান।
৬. ফোন ইন্টারভিউ:
ফোন ইন্টারভিউতেও সাধারণত ৩-৪ জন প্রশ্নকর্তা থাকেন যেখানে সাধারণত ১ জন আপনার সাথে ফোন-এ কথা বলবেন এবং বাকীরা শুনবেন। এ ধরনের ইন্টাভিউ সাধারনত ১৫-২০ মিনিট স্থায়ী হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনাকে আগেই ইমেইলে জানিয়ে রাখা হবে যে কোনদিন, কয়টার সময় আপনার ফোন ইন্টারভিউ হবে। ফোন ইন্টারভিউতে ক্যাণ্ডিডেটকে পছন্দ হলে সাধারণত ইন-পারসন ডাকা হয়।
৭. বিহেভিয়রাল প্রশ্ন:
প্রায় সব প্রতিষ্ঠানেই বর্তমানে আনুমানিক ৭০-৮০ ভাগ প্রশ্ন থাকে বিহেভিয়রাল প্রশ্ন বিষয়ক জিজ্ঞেস করা হয় (বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে)। সুতরাং এধরণের প্রশ্নগুলোর ওপরে বেশি জোর দিতে হবে এবং প্রশ্নকর্তা কি ধরনের উত্তরে সন্তুষ্ট হবেন, সেগুলোই এই সিরিজে আমি আলোচনা করবো।
৮. টেকনিক্যাল প্রশ্ন:
মাত্র ১০-২০ ভাগ প্রশ্নে ক্যাণ্ডিডেটকে সংশ্লিষ্ট কাজ বিষয়ক প্রশ্নগুলো করা হয়ে থাকে।
আপনি কি কানাডার নতুন অভিবাসী হয়ে আসছেন? তাহলে এই লেখাটি আপনারই জন্যে - পর্ব ১২
লক্ষ্য করুন:
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Facebook page: Click This Link Email: [email protected]
(ছবি সূত্র: ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৩