ছোটবেলায় পড়া শিবরাম চক্রবর্তীর একটি গল্পের প্লট ছিল এরকম-
এক টেকো লোক মাথায় চুল গজানোর জন্য কবিরাজের কাছ থেকে এক বোতল ওষুধ আনে। কিন্তু সেই ওষুধে কোন কাজ হয় না। পরে সেই লোক তার বাতের ব্যথায় অস্থির এক বন্ধুকে ঐ ওষুধের বোতলটি বাতের ওষুধ বলে গছিয়ে দেয়। কিছুদিন পর টেকো লোকটি বন্ধুর খবর নিতে গেলে বন্ধুটি বলে, ঐ ওষুধে বাত সেরেছে ঠিকই কিন্তু সাথে একটা উটকো ঝামেলা হয়েছে। পায়ে যেখানে তেল মালিশ করে সেখানেই শক্ত চুল গজায়। তবে তাতে বন্ধুটি অসন্তুষ্ট নয়, কারণ চুল তো 'কামালেই কমে'। বাত থেকে নিষ্কৃতি পাওয়া গেছে সেটাই বড় কথা!
আজকে সমকাল পত্রিকায় একটি সংবাদ পড়ে আমার সেই গল্পটির কথা মনে পড়ে গেল। কারণ সংবাদের শিরোনামই হচ্ছে-
বাতের ওষুধে টাকে চুল!
বেঁচে থাকলে শিবরাম চক্রবর্তী নির্ঘাত পেটেন্ট আইনে মামলা করতেন।

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১