মা তুমি কেমন আছো?
আছো কেমন সুখে,
মন বলে যে ভালেখা নেই তুমি
দিন কাটে তোমার দুঃখে-দুঃখে;
তোমার ছেলে যে কাছে নেই গো
আছে বহুদূরে-
এই অবেলাতেও জানি মাগো
আমায় বেশি মনে পড়ে,
সুখের বেলায় ভুলি তোমায়
স্বরণ করি দুঃখে।
স্বদেশ ছেড়ে পরবাসে আছি মাগো
নেই তো ভালো মন!
তোমার জন্য হৃদয় কাঁদে
প্রতি ক্ষনে-ক্ষন।
ইচ্ছে হলেই মা দেখতে পাই না তোর
হাসি মাখা মমতা ভরা মুখ।
মনের দুঃখ মনে লয়ে কেঁদে
ভাসাই বুক।
কষ্টই আমার জীবন সঙ্গী,
কষ্টই আমার ভূবন।
সুখের নাগাল পাইনি আমি
কেউ হয়নি মোর আপন।
যাকেই আমি আপন ভাবি
সেই হয়ে যায় পর।
আসলে মা জীবনটাই আমার
এমনই কষ্টকর!
দুঃখের দিনে মাগো তোমার মতো
মমতা ভরা আঁচল দিয়ে কেউ করে না আদর।
বড়ই দূর্বিষহ জীবন এখন
ভালোবাসা কেড়ে নিচ্ছে যান্ত্রিকতার শহর।
ইচ্ছে হয় মা ফিরে যাই দেশে
তোমার কোলে মাথা রেখে
ঘুমাবো পরম শান্তিতে।
সুখের সেই দিন গুলি আবার
আসবে যে কবে।
ভালোবাসার পরশ দিয়ে থাকবে
তুমি আমার পাশে যে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫