একটি জরুরী খবর খুঁজি
খুব জরুরী খবর, পত্রিকার পাতায়
মায়ের অশ্রু ভেজা চোখে বাবার বোবা কান্নায়,
এ দেশের বুকে আমার লাশের খবর কোন অবেলায়।
কত শত বেলা বয়ে যায় কত শীত বসন্ত
বিবেকের বাণী নেতার মুখে বাতাসে ভাসে অজস্র,
তবু রাত পোহালে ভোরের আলো হয়না দেখা
শান্তির শ্বেত পায়রা ওড়ে, তবু জীবনের পরোয়ানা।
এখনো অনেক রাত ভোর বাকী অনেক স্বপ্ন
বলিনি অনেক কথা প্রিয়তমার কাছে এখনো,
কিছু আশার আলো ছিল যা মুছে যায় অকালে
এখানে জীবন পলাতক, ক্ষতবিক্ষত বুলেটে,
ভায়ের ভালবাসা বোনের মমতা ছাপিয়ে
আমার লাশের খবর আজ মাতম তোলে ছোট্ট ঘড়ে।
হোলি খেল তোমরা কসাই আমার রক্ত লালে
সব কিছুই দেখে শাসক শুধু অন্ধ চোখে
তাই,
একটি জরুরী খবর খুঁজি
খুব জরুরী খবর, পত্রিকার পাতায়
মায়ের অশ্রু ভেজা চোখে বাবার বোবা কান্নায়,
এ দেশের বুকে আমার লাশের খবর কোন অবেলায়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮