এবং আমি তুমি, আমরা সবাই
নিজেদের প্রকাশ করছি খুব কদর্য ভাবে
না চাইতেও, আমাদের কুৎসিত রূপ দেখাই।
স্খলিত হচ্ছে প্রতিদিন উষ্ণতার; নৈতিকতারও
পাপ বেড়ে যাচ্ছে সাথে অযুহাত,
শহরে; গ্রামও বাদ পড়েনি আমাদের পাপে,
মনুষ্যের দুর্বল চিত্ত বা অজান্তে ভুল
এইতো আমরা বলি প্রতি কদর্য রূপ প্রকাশ পর।
এবং আমি তুমি, আমরা সবাই
আমরা সবাই পাপী প্রতিটি বিচার শেষে,
আজ চিৎকার করে প্রতিবাদ করি, আবার
কাল ভোর হলেই ভুলে যাই, সুযোগ করে দেই
কিশোরীর বাড়ন্ত বুকে লোলুপ দৃষ্টির।
আমাদের পাপ আমাদের মননে
আমাদের প্রতিটি পদক্ষেপে
আমাদের বলায় আমাদের করায়।
এবং আমি তুমি, আমরা সবাই
আধুনিকতার মুখোশে বাস করছি নরকের দুয়ারে,
অতি উদারনীতি আর বিশ্বায়নের মুগ্ধ মন্ত্রে
দিন দিন ডুবে যাচ্ছি পঙ্কিল কদর্যতায়,
তবে তাই আদিম ছিলাম ভাল ছিলাম
মুখোশের আড়ালে পাপতো আর ছিলনা
ছলনা ছিলনা,লোলুপ দৃষ্টি তাও ছিলনা।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২১