আমি তোমার শহরে যাব একদিন
রোদ ঝরা কোন এক দুপুরে,
উদাস পথিক এলোমেলো পা ফেলে
বিক্ষিপ্ত কিছু আলাপনে
দখিনা বাতাসে উড়বে তোমার চুল
আমি প্রেমে পরবো আরেকবার এই জীবনে।
তোমার শহরে
নিয়নবাতি জ্বেলে জেগে থাকে রাত,
রাতের প্রহরীর ঘুমহীন চোখ সজাগ
তবু আমি আসবো এমন কোন রাতেই হঠাৎ,
ছুঁয়ে যাওয়া চাঁদের আলোয় তোমার মায়াবী মুখ
আমি প্রেমে পরবো আরেকবার এই জীবনে।
তোমার শহরের প্রতিটি দেয়াল
প্রতিটি দেয়ালের সবকটি ইটের কঙ্কাল
থাকবে সাক্ষী,
যে জল আমি ধুয়েছি আগুনে
সে জলের বাষ্প কণায় মেঘ জমেছে
তোমার শহরে নামাবে বৃষ্টি,
তোমার লাজুক রাঙা পা ভিজবে তার স্বচ্ছ জলে
আমি প্রেমে পরবো আরেকবার এই জীবনে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ রাত ১২:২৯