বাতাসে মৃত্যুর গন্ধ
লাশে ছেয়ে গেছে জনপদ,
এখানে শুধুই কথার ফুলঝুরি
আঁধারে আলোর চিৎকার।
দারিদ্র্যের চিৎকার ক্রোধান্বিত অভিশপ্ত সমাজে
বিবেকের আর্তনাদ লজ্জায় মরে যায়
সমাজপতির মিথ্যা ভাষণে।
মায়ের কান্না থামেনা
মৃত্যুর মিছিল কমেনা
খুনের রঙে অনিশ্চিত ভবিষ্যৎ
মরণদশায় আমাদের জনপদ।
দেখেছি রক্ত; লাল খুনের নেশা
এখানে হইচই; লাশেদের মেলা।
কেটে যাচ্ছে বেলা, পিতার পাংশুটে মুখ
নেতার বেশে জল্লাদ, চুষে খায় রমণীর সুখ।
রাত গভীর তবু, তবু জাগ্রত রাজপথ
মৃত্যুর মিছিলে ভারী হচ্ছে আবার জনপদ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪