যেদিন থেমে যাবে আমার সব গল্প
পৃথিবীর বাতাসে একটু শ্বাস নিয়ে দেখ;
তুমি পাবে পুড়ে যাওয়া কান্নার গন্ধ।
তোমার স্পর্শে যেদিন প্রাণের ডাক শুনেছি
যেদিন তোমার হাসিতে দেখেছি শুকতারা
আমি আমার গল্প লিখতে শুরু করেছিলাম,
পৃথিবীর আলোতে বাতাসে জিইয়ে রেখেছি
এক পশলা বৃষ্টির মত সুখের স্পন্দন।
পৃথিবীর গহীনে যেদিন গেয়েছিল অপ্সরীরা গান
জোনাকি এসেছিল আমাবস্যায়
আলোয় আলোয় ভরেছিল আঁধারের প্রাণ,
প্রেম এসেছিল সেদিন ভরা পূর্ণিমায়।
তোমার চোখে দেখেছি প্রেমময় পূর্ণিমা
তোমার ঠোঁটে দেখেছি আঁধারে আলোর প্রাণ,
তোমার নৃত্যে, নূপুরনিক্বণে, তাল লয় ছন্দে
এ জমিন শুনেছিল আবার অপ্সরীর গান।
প্রিয়তমা, তুমি থেমে গেলে
হাহাকার পড়বে চারিদিকে, থেমে যাবে আমার গল্প
পৃথিবীতে থাকবে শুধু ধ্বংস, কান্না পোড়ার গন্ধ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১৩