কতদিন দেখা নেই,
এভাবেই হারিয়ে যাবে পৃথিবী
হারিয়ে যাবে সব স্বপ্ন, যা ছিল লালিত।
পৃথিবীর পথে ঘাটে, মানুষের গন্ধে
হারিয়ে যাব সব চেনা রাস্তা ভুলে,
আলো আর আঁধারে সব বিশেষণ লুকায়িত।
রাজহংসের দলে পথ চলতে চলতে
পথচিহ্ন রেখে যাব দুগ্ধধবল হংস পালক ফেলে,
কোকিলের কুহু স্বরে খুঁজে নিও পথিক আমারে।
পৃথিবীর আড়ালে লুকায়ে যে আলো
সে আলোয় পরেছিল কোন এক অজানার ছায়া,
তুমি বোঝনি; ডেকেছিলাম সে ছায়ায় তোমারে।
এখনো সকাল হয়;
পাখি ডাকে তাদের সে পুরাতন সুরে কিচিরমিচির,
তবু ঘুম ভাঙেনাকো জীবনের বেঁচে থাকা স্বপ্নের।
তুমি আমি সবাই স্থির
মহাকালের অবিনশ্বর ডাকের কাছে,
শঙ্খচিলের পুড়ে যাওয়া ডানায় উত্তাপ রোদের।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩৮