মৃত্যুর কোলে ঘুম কেড়েছি
এখনো এখানে জেগে,
নিশ্চুপ আলো নিয়ে খেলা করি
সন্ধ্যা মেলাবার আধারে।
আকাশ ছুয়ে যে স্বপ্ন নামাই
আমি আজো বাঁচি সে স্বপ্নে।
তুমি দূরের সমুদ্র বুকে নোনা জলে
চোখের কথা কেন বল,
আজ ধার করা সব সুখেদের দলে
কিসের নেশায় মোহিত?
আমি এখানে আমার মত লিখছি আমার কবিতা যত
তুমি শুকনো পাতায় করে এসোনা আর
ঘাস ফুলেদের গান শোনাবো।
সোডিয়াম বাতিতে ফাকা রাস্তায় দাঁড়িয়ে
শূণ্য হাতে শুণ্যতা খুজছি
পোড়া চাঁদের আলোয় ভেসে তোমার স্মৃতি
আকড়ে
ভুল ভালবাসায় নিজেকেই ভাবছি।
চাইনা আমি শরৎ হেমন্ত শেষে শীতের শুষ্কতা
ফিরিয়ে দাও তোমায় দেয়া আমার বসন্তের মৌনতা।
আমার হারিয়ে খোঁজা এ ভালবাসা
আমায় ফিরিয়ে দাও
অনেক হয়েছে আর চাইনা
আমাকে আজ আমাকেই দাও।।।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩১