আমার তুমি সবটা নিয়ে নাও, যা আছে আমার
তবু তুমি হাসিটুকো রেখো ধরে প্রিয়দর্শিনী
আমার সকাল আমার বিকাল নাও আমার সবটা
শুধু আমায় কথা দাও
ঘোড় অমানিশায়, ভরা প্লাবনে বা ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে
তুমি বঞ্চিত করবেনা এ পৃথিবীকে।
তোমার হাসি এ যেন তোমার রূপের বহিঃপ্রকাশ,
তোমার এ রূপে যুদ্ধ লাগুক আবার গ্রিক ও ট্রয়ে
পুড়ে খাঁক হয়ে যাক নগরীর সব গলি ঘুপচি ;
আফ্রোদিতি হিংসায় জ্বলে যাক
অবনত হোক তোমার পাদদেশে তার মস্তক,
তোমার হাসির মোহে আবার পাগল হয়ে যাক প্যারিস
হতভাগ্য উষ্কখুষ্ক ট্রাজিক হিরোর মতো।
প্রিয়দর্শিনী, তোমার হাসির মাতাল জালে বাঁধা পরুক সব প্রেমিক,
লম্পট জিউসের প্রেমও যেন হয় পবিত্রতার প্রতীক।
প্রিয়দর্শিনী, আমায় কথা দাও প্রিয়দর্শিনী,
প্রচণ্ড বিষণ্ণতার মাঝেও, সকল ব্যথা অভিযোগেও
হাসির রেখায় বৃত্ত আঁকবে ;
আমার জন্যে বা পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্যে।
নিয়ে যাও আমার সবটা, যা যা তোমার ইচ্ছে
দিয়ে যাও তোমার হাসি, এপোলোর সুরে যা সুর তোলে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২২