পহেলা ফাল্গুন আজ, শীতের প্রকোপে
কাঁপেনা মানুষ আর।পাতা ঝর ঝর
আর নয়। কচি-কাঁচা পল্লব প্রহর
শুরু হলো প্রকৃতিতে; দক্ষিণার বায়।
মুগ্ধপ্রাণ মোহনিয়া ঋতুরাজ রূপে
শুনে মধুকন্ঠি পাখি কোকিলের স্বর
ভেসে আসে বায়ে বায়ে।সাজানো সুন্দর
ফুলে ফুলে ভোমরার ধ্বনি শুনা যায়।
বসন্তের সমীরণে পাখিদের গান
শুনে কাটে জমে থাকা কষ্টকর ক্লান্তি
নিমিশে সেথায় এনে সুখ অফুরান
ঋতুরাজ বয়ে দেয় অনাবিল শান্তি।
জমাট শীতের প্রান্তে কিছুটা অচল
জীবন বসন্তে হয় নির্মলা চঞ্চল।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪