আমাদের বাংলাদেশ সুখের ঠিকানা
মনরমা পরিবেশে, প্রকৃতির চির
অনুপম দানে দেখি, বিমুগ্ধ আঁখির
পরিতৃপ্ত সঞ্চালনে অনন্যা তোমায়।
তোমার আঁচল পাতা মাটির বিছানা
বিশাল বিস্তৃত নয়, সমস্যা গভীর
অনেক সন্তান লয়ে চিন্তায় গম্ভীর
তথাপি শান্তির কোল শ্যামল ছায়ায়।
ঘুমেরা দু’চোখে আসে প্রশান্ত কোমল
স্নেহের পরশ নিয়ে ছড়িয়ে অনেক
সুখের আবেশে ঘিরে মমত্বে নির্মল।
রাত্রি শেষে জেগে উঠা দৃষ্টিতে প্রত্যেক
আলো ঝলমলে দীপ্তি, তারা অনন্তর
দেখে বিরাজে সাজানো সতেজ প্রান্তর।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯