শুনি মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
গুড়ুম গুড়ুম ধ্বনি।ঝির ঝির ঝির
বৃষ্টি পড়ে পথচলা করেদিল ধীর
গা ছম ছম বুকের শব্দ ধুপ ধুপ।
থপ থপ থপ হেঁটে হাতি তোলে শুড়
ঠান্ডা বাতাসে গায়েতে করে শির শির
দাপুটে শীতের কাছে নত করে শির
হেঁটে চলি একা পথে নিঃশব্দে নিশ্চুপ।
কড়াৎ মড়াৎ করে ডাল পড়ে ভেঙ্গে
কোথায় কি গায়ে পড়ে অক্কা পেয়ে যাই
পায়ে কাদা মেখে চলি ভাঙ্গা ডাল ডেঙ্গে।
তুফানের উৎপাতে কষ্টে শেষ নাই
তখাপি চলায় নাই থামার উপায়
দায়িত্বে এমন আমি বড় নিরুপায়।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬