# সায়ন ও সায়মা
সায়ন সায়াহ্নে চুপে ডাকে সায়মায়
তুলা তলে তারা আসে থাকতে নির্জনে
কিছুটা সময় সুখে প্রেমের ভূবনে
আনমনে ভুলে সব কষ্টকর স্মৃতি।
সন্ধা পেরিয়ে দু’জন রাতের ছায়ায়
ঘরে ফিরে ভাবে বসে বুঝাবে স্বজনে
সিগ্র তাদের একত্রে চলা আয়োজনে
যেন তারা মেনে নেয়মহত্বের নীতি।
মেজাজের নিম্নচাপে ঝড় আসে খুব
সেকথা প্রকাশ হলে, স্বজন বিরূপ
তাহলে কিভাবে হবে এ স্বপ্ন সম্ভব?
অগত্যা পালিয়ে যায় না থেকে নিশ্চুপ
কিছুটা কষ্টের পরে।ভাল আছে তারা
দু’জনে দারুণ সুখে হয়ে আত্মহারা।
# অদম্য
অবেলা মেঘলা দিনে ইতস্তত ভাবি
যাব কি যাব না আজ গন্তব্যে আমার?
পথে আছে বড় এক নদী পারাপার
সেথায় উঠলে ঝড় কেমন কি হবে?
অথচ মিলতে পারে সৌভাগ্যের চাবি
এযাত্রায় সে দূর্গম স্থানেতে এবার
এজন্য সেথায় যেতে কামনা দূর্বার
মনে জাগে দৃঢ়তর চিন্তা অনুভবে।
কিসে যেন টেনে নেয় হেঁটে চলি একা
কড়কড়ে ঝড় উঠে মড়মড়ে শব্দ
তবু হাঁটি ভয়ে ভয়ে আছে বলে ঠেঁকা।
হতাশায় করে দিয়ে একেবারে জব্দ
বলি দূর্নিবারে কভু পরাজয় নয়
অদম্য মনেতে আছে প্রত্যয় সঞ্চয়।
# আপদ
উড়ে এসে গায়ে পড়ে তেলাপোকা এক
রূপসী তা’দেখে ভয়ে করে চিৎকার
তাড়াতে মুখেতে জোরে করে ফুৎকার
নড়েনা নাড়িয়ে গোঁপ সামান্য সে পোকা।
সুকন্যা স্বরোষে কাঁপে অনেক অনেক
বিরক্তির শেষ প্রান্তে দেখে সে পোকার
কোনই তাড়ানা নেই ছেড়ে পালাবার
কি অবোধ ছোট প্রাণী কিরকম বোকা।
অবস্থা টাল মাটাল অকথ্য বিপদ
অবশেষে কেটে যায় পোকা উড়ে গিয়ে
চেয়ে দেখে নেই আর সে মহা আপদ।
মারতে পারলে ওটা জুতায় পিষিয়ে
মিটতো মনের জ্বালা শাস্তি পেত ওটা
দেখতে হতনা আর এ ঘটনা ঘটা।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১