অনন্ত তোমায় নিয়ে ভাবনা আমার
রাত দিন এক করে অবিরত চলে
অন্তহীন হে অসীম কার কথা বলে
প্রতি চোখ নিরন্তর নিজ ভাবনায়?
যে দেখে গভীর দৃষ্টি ছড়িয়ে অপার
রূপ রাশি মুগ্ধতায় তার মন দোলে
আনন্দে অনিন্দ চিত্তে মহা কৌতুহলে
প্রতিটি সময় জুড়ে স্নিগ্ধ মুগ্ধতায়।
হে অনন্ত হে অসীম অন্ধের নয়ন
দেখে ছড়ান ছিঁটান আঁধার শূণ্যতা
গ্রাসে তারে এনে দেয় অন্তীম শয়ন।
সত্যদর্শী দেখে আছে সর্বত্রে পূর্ণতা
হে অনন্ত তুমি চিন সে কৃতজ্ঞ চোখ
রেখেছ যাদের জন্য চিরন্তন সুখ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯