পরম হিসাবকারী আল-মুহসীর
জ্ঞানায়ত্ব সবকিছু, কি আছে কোথায়,
সকল জানেন তিনি।কিছু না হারায়
হিসাবের খাতা থেকে তাঁর কোন ভাবে।
প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে হওয়া অস্থির
প্রয়োজন নেই কারো।বিধাতার দায়
সকলেই সিক্ত হয় করুনা ছোঁয়ায়,
কর্মফল সকলেই পরিপূর্ণ পাবে।
জগতের প্রতি কোণে এক আওয়াজ
বিধাতার সবগুণ পরম অসীম
অনুপম সে প্রভুর প্রত্যেকটি কাজ
নিরখে সে সব কিছু মাথা করে ঝিম।
আল-মুহসী সর্বত্র হাজির থাকেন
এভাবে সবার তিনি হিসাব রাখেন।
মুহছিয়্যু
মুহছিয়্যু অবগত সকল সুষ্টির
ভাবগতি মনভাব সুখ দুঃখ সব
অনুভবে আছে তাঁর সব অনুভুতি
সেই মত তিনি সব ব্যবস্থা করেন।
কারো যদি মনে হয় তার কথা তিনি
জানেননা তাহলে এ নিচক অজ্ঞতা
তার শুধু সে জন্য নয় মুহছিয়্যু তার
ধারনার মত কোন অবগতিহীন।
মানুষ অবাক হবে দেখবে যখন
তার সব কাজ আছে সবিস্তারে লেখা
তখন যে বুঝবে এ মুহছিয়্যু জ্ঞান।
সব কিছু আছে তাঁর নখ দর্পনেতে
তাঁর অবগতি ছেড়ে যায়নাতো কিছু
মুহছিয়্যু মহিমায় অনন্য মহান।
''আল-মুহছিয়্যু'' নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
পরম হিসাবকারী মুহছিয়্যু রব
ভালমন্দ কাজ যত অবগত সব,
লোক চক্ষুর আড়ালে মন্দ করো কিছু?
হাশরে প্রকাশ হলে মান হবে নিচু।
আল-মুহছিয়্যু প্রভু তাঁর অগোচরে
লুকানো অসাধ্য কাজ সাগর পাহাড়ে,
পূণ্যকর্ম যত আছে হোক ক্ষুদ্র কিছু
শেষ বিচারের দিনে মান হবে উঁচু।
ঘোর শাস্তি কেয়ামতে মাফ পেয়ে যাবে
কবরের যত ধরা ক্ষমা তুমি পাবে
মুহছিয়্যু আল্লাহকে ডাকো দৃঢ় মনে।
নাজাতের ওসিলায় মুহছিয়্যু তিনি
শাফায়াতে নবী পাবে যদি চলো মানি
অটল বিশ্বাসে তাঁকে সতত স্মরনে।
বিঃদ্রঃ এখানে আল্লাহর ৯৯ নাম নিয়ে আমার সনেট লেখা সমাপ্ত হলো।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২