আল-মুনইম তাঁর মহানেয়ামত
দানকারীর দায়িত্বে থেকে অনিবার
দেখেন কি প্রয়োজন রয়েছে সবার
হয়েছে কি ক্ষতি কার শয়তানি পাকে।
মানুষ নিজেই করে নিজ খেয়ানত
তথাপি হঠাৎ ঘুরে দাড়িয়ে আবার
সুপথে অদম্য ফের চলে দূর্নিবার
এভাবেই জীবনটা ঠিক ঠাক থাকে।
দান আর সৎপথ নেয়ামত সব
আল-মুনইম দেন গভীর মায়ায়
বুদ্ধিমান এসকল করে অনুভব।
সেই প্রভু বিধাতার করুণা ছায়ায়
মানুষ সর্বদা পায় সুরভী সুবাস
যেথায় গড়ছে তারা সুখের নিবাস।
মুনইমু
নেয়ামত দানকারী মুনইমু হয়ে
বিস্তারিত করেছেন কত নেয়ামত
সে সকল নেয়ামত সৃষ্টি কুল ভোগে
তৃপ্তি সহকারে হেথা করে বসবাস।
আলো পানি মাটি আর বাতাসের শুধু
শুকরিয়া করে কেহ পাবেনাতো কুল
তারপরে ফল শস্য আছে বেশুমার
বর্ণনা করে নাহি করা যাবে শেষ।
বাঁচি যাঁর নেয়ামতে তাঁকে ভুলে গিয়ে
মানুষেরা ভুল করে কারে ভাবে প্রভু?
নিমকহারমদের কি বলার থাকে?
এত এত নেয়ামতে যারা তুষ্ট নয়
যাদের সন্ধানে নেই সুমহান প্রভু
তাদের ব্যাপার সেতো বুঝবেন তিনি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১