আল-মুকতাদির কি মহাপরাক্রমে
জগৎ শাসন করে শৃঙ্খলে রাখেন
বিদ্যমান সব কিছু ।একলা থাকেন
এ কাজে সে মহিয়ান সর্ব ক্ষমতায়।
যথাযথ সকলের কষ্ট উপশমে
প্রবল প্রতাপশালী সক্রিয় আছেন
তাঁর স্নেহের ছায়ায় সবাই বাঁচেন
মহাসুখে নিরন্তর শান্তিময়তায়।
নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এক
আল-মুকতাদিরের শাসনে সুন্দর
মায়াময় পরিবেশে সুখেতে অনেক
সৃষ্টির শীতল থাকে মোহিত অন্তর।
নিরাপদ থাকে মন সঞ্চিত সম্পদ
সে প্রভু সহায় হলে, থাকেনা বিপদ।
মুক্বতাদীরু
সিদ্ধান্তগ্রহণকারী মুক্বতাদীরুর
সমকক্ষ আর কেহ এ জগতে নেই
সকলের ভাগ্যদাতা তিনি শুধু একা
তিনি ভিন্ন প্রাপ্তিযোগ নেইতো কোথাও।
কিছু যদি পেতে হয় তাঁর কাছে চাও
অন্য ক্ষেত্রে চাইলেও দেন শুধু তিনি
তবে অন্যে হাত পাতা বড় অপরাধ
তাঁর ওয়াস্তে চাইলে অপরাধ নেই।
দানকর দানচাও মুক্বতাদীরুর
ওয়াস্তে শুধুই সদা অন্য ক্ষেত্রে নয়
একাজ কখনো করা অপরাধ করে।
পাওয়া যায় বলেই অন্যে নাহি দেয়
তিনি দেন সকলের দেখতে বিবেক
হাসরে প্রমাণ হবে কে দাতা আসলে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮