মহাপথপ্রদর্শক আল-হাদী সব
পথসন্ধানকারীকে সে পথ দেখান
যে পথে রয়েছে চির অনন্য সম্মান
অনিবার শান্তিময় সুখের জান্নাত।
আন্তরিক সাধনায় প্রাপ্ত অনুভব
সুরম্য সঠিকতার মহাঅনুদান
দিয়েছেন যাদেরকে সে মেহেরবান
রয়েছে তাদের জন্য বিপদে নাজাত।
অযথায় বসে থেকে কে আর কি পায়
পায়না সে পথ তারা যা চায়না তারা
অকর্মা বিপদে পড়ে হয়ে নিরুপায়।
সুপথে সুবোধ জন হয়ে আত্মহারা
দেখবে শান্তির পথ সম্মুখে নির্মল
ফুটে আছে যেন কোন পদ্মশতদল।
হাদিউ
হাদিউ সবার জন্য পথ প্রদর্শক
যারা তাঁর কথা মানে তারা সেটা পায়
অবাধ্য জনের জন্য এ সুবিধা নেই
সে জন্য তাদের পথ উল্টা দিকে ঘুরে।
পথ যে তালাশ করে হাদিউ সে জনে
বেছেনেন সহায়তা প্রদান নিমিত্তে
অলস অবোধ জন বঞ্চনায় পড়ে
ভুলপথে হাঁটে যেথা কঠিন বিপদ।
ভাবখানা অনেকের এমন যেন কি
বিনাকষ্টে পাবে তারা সুপথের দেখা
অথচ সেজন্য লাগে সাধনা অনেক।
হাদিউ দেখান পথ যোগ্য হলে পরে
বসে থেকে আশা করে কোন লাভ নেই
সুপথ পেতে লাগবে সঠিক তালাস।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩