আল-হাকীম পরম প্রজ্ঞাময়তায়
যাঁর নেই কোন ভুল।বিশেষ জ্ঞানের
অসীম ভান্ডার তিনি।এ জ্ঞানে অন্যের
যা আছে যত্নে সঞ্চিত সব তাঁর দান।
সামান্য বিজ্ঞান নিয়ে যে দাম্ভিকতায়
তাঁকেই অবজ্ঞা করে তার অন্যায়ের
পরিমাণ গুরুতর। সেজন্য এদের
করেন না হেদায়েত সে প্রভু প্রদান।
বিজ্ঞানের সাধনায় থেকে কত লোক
কত কিছু পেয়ে যায় অবলিলাক্রমে।
আল-হাকীমে পায়না দ্যূলোক ভূ-লোক
তালাশে তাদের দৃষ্টি পরিমাণ কমে।
মহাবিজ্ঞান সঞ্চিত যাঁর কাছে সব
করেনা বিজ্ঞানী কত তাঁকে অনুভব।
হাকিমু
হাকিমু সুবিচারক ফরিয়াদে সব
তাঁর আদালতে কোন অবিচার নেই
সবাই সবার পাবে প্রাপ্য পুরোটাই
বিন্দু পরিমাণ তাতে হবেনাতো ভুল।
এখন কাজের বেলা সবে কাজ করে
হাকিম সেজন্য চুপ আছেন এখন
কি ন্যায়-অন্যায় সেটা দেখবেন পরে
হাসরে হাকিম তাঁর করবেন কাজ।
অন্যায়ে হাকিম কেন নিরব থাকেন
অনেকে এমন প্রশ্ন করেন সর্বদা
অথচ এখন সেই হয়নি সময়।
অধিক সমস্যা হলে হাকিম ধরেন
নতুবা এখন তিনি অবকাশ দেন
হাসরে পাবেই ফল সবাই সবার।
আল-হাকাম
আল-হাকাম সুবিজ্ঞ মহাবিচারক,
অতিসয় নীতিবান।বিচারের মান
হয়না অপর কারো সে প্রভু সমান;
তিনিতো আহকামুল হাকেমিন চির।
অপরাধী অপরাধে নিরন্ত পুলক
যদিও এখন পায়; কূ-পথের টান
তাদের আত্মায় থাকে নিত্য অফুরান;
অবশেষে ধরাখাবে সে সকল বীর।
গুনাহগার ভাবছে তারা ছাড়া পাবে
বিস্তর আশায় তারা সময় কাটায়;
কিন্তু তারা দলেবলে মরে ধরা খাবে।
যুক্তি ও বিজ্ঞান তারা বিস্তর খাটায়
মুক্তমনা ভেবে মনে সুখ পায় অতি
চূড়ান্ত ধরায় শেষে থাকবেনা গতি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫