পরম পরের দোষ গোপনকারীর
আসনে আস-সাত্তার থাকেন অটল
সেজন্য প্রকাশে দোষ হয়না অচল
মানুষের পথচলা ভুলের বিপদে।
থাকায় গোপন দোষ নীচু হয়ে শীর
জ্বলেনা জীবনে কারো দুঃখের অনল
আস-সাত্তারের গুণে স্বকর্মে চঞ্চল
থাকছে মানুষ-জন নিত্য নিরাপদে।
প্রকাশে দোষের কথা ভীষণ লজ্জায়
মনচায় জীবনটা শেষ হয়ে যাক
তা’থাকে আড়াল হয়ে প্রভুর দয়ায়
মনবলে বিষয়টা এভাবেই থাক।
আশ্রয়ে আস-সাত্তার অনেক উত্তম
যাঁর করুণায় হয় কষ্ট উপশম।
সাত্তারু
সাত্তারু বান্দার দোষ গোপন রাখেন
বান্দা যদি অপরের দোষে ঢোল পিটে
সাত্তারু তেমন যদি তার দোষ বলে
তবে তার কি উপায় হবে পরকালে?
কেউ যদি চায় তার দোষ ঢাকা থাক
সেও যেন অপরের দোষ ঢেকে রাখে
তাহলে সাত্তারু তার দোষ ঢেকে রেখে
বাঁচাবেন তাকে এর বড় লজ্জা হতে।
কম বেশী দোষ আছে সকলের মাঝে
তাই নিয়ে হই চই ভাল কাজ নয়
এর থেকে দোষ চর্চা বেড়ে যেতে পারে।
সে করলে দোষ তবে আমি কেন নই
সমাজে এমন লোক আছে যে অনেক
দোষ চর্চা বাদ তাই মঙ্গলের জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০