আল-মুইজ পরম সম্মান দাতার
আসনে আসিন থেকে বাড়ান সম্মান
ইহকালে পরকালে।সকলের মান
তাঁর হাতে, অপমানে থাকে উপশম।
মাথা উঁচু করে থাকা প্রত্যাশা সবার,
তা’পায় লোকেরা পেলে করুনার দান
সে প্রভুর।যে কারণে তাঁর প্রতি টান
থাকা চাই সকলের অধিক উত্তম।
কাঙ্খিত সম্মান পেতে সাধনা অনেক
প্রতি ক্ষেত্রে সকলের প্রয়োজন হয়।
পরকালে মান পেতে লাগে খুব নেক
জোটে না কখনো সেটা পাপের বোঝায়।
আল-মুইজ সহায় হলে সব হবে
একথা সবার চাই থাকা অনুভবে।
মুয়িজ্জু
মুয়িজ্জু ইজ্জত দাতা যথার্থ প্রাপকে
যে তার প্রভুকে করে যথার্থ সম্মান
প্রভুর দৃষ্টিতে সব সম্মানিত জনে
ইজ্জত প্রদানে যার অবহেলা নেই।
আর যে দাম্ভিকতায় সম্মানিত জনে
পারেনা সম্মান দিতে তার কপালেতে
মুয়িজ্জুর পক্ষ থেকে ঝুটেনা ইজ্জত
এসকল বেয়াদব বেইজ্জতি হয়।
ইজ্জতের প্রাপকের প্রাপ্য ইজ্জতের
হেরফের হয়নাতো মুইজ্জু প্রদানে
সে কারনে এর জন্য যোগ্য হতে হবে।
যে নয় যে কাজে যোগ্য তার সে কামনা
অহেতুক ভাবনার সময় ক্ষেপন
যা চাই তা’ পেতে লাগে সেইমত কাজ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০