পরম প্রতিপালক আর-রাব্ব সব
সৃষ্টির খেয়াল রেখে ব্যবস্থা করেন
তাদের যা প্রয়োজন।উপরে তোলেন
পতিত বান্দার মান তাদের মঙ্গলে।
তওবাকারীর দুঃখ করে অনুভব
অপরাধ সব তার সহজে ভুলেন
প্রতিপালনে এভাবে অনন্য হলেন
চালনে এ মহাপ্রভু সমগ্র অচলে।
প্রভু প্রিয় সকলের জন্য দয়াময়
তাঁর দানে সৃষ্টিকুলে সুখে দিন কাটে
পরিপূর্ণ নিরাপদ সে প্রভু আশ্রয়।
ঈমানটা বেচে যারা দুনিয়ার হাটে
আখেরে বিপদ এসে মহা দূর্নিবার
করবে তাদের সব স্বপ্ন চারখার।
রাব্বু
রাব্বু পালন করেন কাছে থেকে সবে
সৃষ্টিরা যেথায় আছে তিনিও সেথায়
নিজে থেকে সকলের করেন পালন
লালন পালনে তাঁর নেই কোন ত্রুটি।
তথাপি অনেকে থাকে অনেক কষ্টেতে
সেসবের পিছনেও কারণ আছে
প্রভুর রাজত্বে কিছু হয়না এমনি
পরীক্ষা শাস্তির ক্ষেত্রে ব্যতিক্রম হয়।
এত বড় জগতের এত বড় প্রভু
সকলের সব কিছু খেয়াল রাখেন
ব্যবস্থা করেন সব বিবেচনামতে।
তথাপি জগতে চলে কত হানাহানি
এসব চলবে শুধু সামান্য সময়ে
পরজগতে আবার ফিরবে শৃঙ্খলা।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭