পরম প্রশস্তকারী আল-বাসিতের
জগৎ সমূহ আরো সুপ্রশস্ত হয়ে
ক্রমাগত বড় হয়।কারো বোধদয়ে
কুলায়না তাঁকে ভাবা, অন্তহীন তিনি।
আরো আরো সুবিস্তার মহা অসীমের
নেই তাঁর অক্ষমতা সৃষ্টি ও প্রলয়ে
আবার নতুন সৃষ্টি হয় পূর্ব ক্ষয়ে
অসীম ক্ষমতা তাঁর সৃষ্টিকর্ম জয়ে
সেভাবে আমরা তাঁকে কতজন চিনি?
স্বীকৃতি নিমিত্বে তাঁকে জানা ভাল কাজ
অসীমেই আছে সব কষ্ট উপশম।
গজবেতে পড়ে তাঁর বিদ্রোহী সমাজ
হিসেবে সে মহানের তারা যে অধম।
মন্দ চেতনায় হয়ে মন্দ পরিনিতি
শেষকালে সে সবের হবে যে দূর্গতি।
বাসিতু
বাসিতু বিস্তারকারী দয়া ও মায়ার
কারো প্রতি অপরের বিপদের কালে
নিজের সর্বস্ব সব বিলিয়ে আনন্দে
তাতেই নিজের খোঁজা অকৃত্রিম সুখ।
যে পায় দয়ায় তাঁর এ মহত গুণ
অপরের প্রতি করা উজাড় সকল
বিনিময়ে পরকালে সে পাবে এগুণে
অনন্ত জান্নাত আর প্রভুর করুনা।
মঙ্গল করেন তিনি সর্বত্র বিস্তৃত
সৃষ্টি কূল যদি তার শুকরিয়া করে
তবে তারা পেয়ে যায় প্রার্থনার ফল।
নাশোকরে হয়ে যায় কূঞ্চিত সকল
তাদের কপালে ঝোটে সব কিছু কম
শোকরের জন্য সব আছে বে-শুমার।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১