আল-গাণী মহাধনী, সম্পদ সকল
অধিকারে আছে তাঁর।একমাত্র তিনি
প্রকৃত মালিক, আর সকলকে চিনি
অস্থায়ী উপমালিক সীমাবদ্ধতায়।
তিনি তাঁর মালিকানা রক্ষায় সফল,
মহাকাল জুড়ে মানি, এবিষয়ে যিনি
মালিকানা ছাড়া তাঁর নেই কিছু জানি
তাঁর দয়া বিনে সবে থাকে নিরুপায়।
উপমালিক থাকেনা সম্পদের সাথে
মরে গিয়ে তারা সব চলে যায় দূরে
নতুন নিয়ত আসে মালিকানা পথে।
হস্ত বদলে সম্পদ হাতে হাতে ঘুরে
অতৃপ্ত মনে হয়না দুঃখ উপশম
শুধুমাত্র আল-গাণী এ ক্ষেত্রে উত্তম।
গানিয়্যু
গনিয়্যু সম্পদশালী জগৎ সম্পদে
তাঁর মালিকানা ভিন্ন কোন কিছু নেই
ইচ্ছে হলে দিয়ে দেন অঢেল সম্পদ
অনুরূপ কেড়ে নেন ইচ্ছে হলে তাঁর।
পাপী হয়ে পায় তাঁর করুণার দান
পূণ্যবান বঞ্চনায় থাকে বে-শুমার
পরীক্ষা শাস্তিতে এটা হয় নির্ধারন
বুঝ মনে এসকল বুঝে নিতে হয়।
ইহকাল শেষ নয় পরকাল আছে
সে কালে পাপীর ভাগ্যে থাকবে লাঞ্চনা
পূণ্যবান থাকবেন অপার আনন্দে।
এখন যে পায় যেটা সেটা পেয়ে খুশি
থাকা ভাল, পরকাল জন্য রেখে অবাশিষ্ট
প্রাপ্তিসব খুশিমনে মঙ্গল নিমিত্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২