আত-তাওয়াব খাঁটি তাওবাকারীর
তাওবা গ্রহণ করে হন যে পরম
তাওবা কবুলকারী।পাপের গরম
যাতে কমে,পূণ্যপথ সুপ্রশস্ত হয়।
রিপুকে পরাস্ত করা কোন মহাবীর
যদি পায় তওবার উপায় উত্তম
তাহলে সহজে হয় পাপকাজ কম
সেথায় শয়তানের মনে বড় ভয়।
আত-তাওয়াবের এ ক্ষমাকরা মন
সবার মঙ্গল বয়ে ছড়ায় প্রশান্তি,
জগতে সামান্য নয় ক্ষমার ওজন।
তওবা না হলে কারো, বাড়ায় বিভ্রান্তি
হারাতো পথে ফিরার নির্মল আলোক
তাদের জীবন হতো মহাঅমূলক।
তাওয়্যাবু
তাওয়্যাবু বান্দাদের তাওবা করার
সুযোগ প্রদানে দিয়ে ফিরার সুযোগ
পথ হারাদের দেন সুপথের দিশা
যাতে আছে পুরস্কার ক্ষমার সম্পদ।
তাওবা কবুলকারী ডাকেন বান্দায়
ফিরতে আবার পথে বান্দার তেমন
দায়িত্ব সে ডাকে সাড়া প্রদান করার
নতুবা নিজের ক্ষতি সে করবে নিজে ।
তাওবা বিলম্বে হলে পূণ্যের সঞ্চয়
কমহয়ে কমপূণ্যে কমলাভ হয়
সেজন্য তাওবা দ্রুত করে ফেলা ভাল।
পাপের সময়ে যদি পূণ্য করা হয়
সেটাই উত্তম কাজ বুঝে বুদ্ধিমান
তবে পাপ হয়ে গেলে তাওবা উত্তম।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২