মহাউপকারী হয়ে আল-বার তাঁর
সৃষ্টির দেখেন সব।চলে আয়োজন
কোথা কার কেমন কি আছে প্রয়োজন
সে সবের ব্যবস্থায় তাঁর দৃষ্টি থাকে।
করেনা অনেকে কারো কোন উপকার
সেজন্য থাকতে হয় মায়াময় মন
আল-বার এ বিষয়ে সবার আপন
উপকারে জীবনের প্রতি বাঁকে বাঁকে।
উপকারী অনেকেই উপকারে লাগে
যাঁকে ছাড়া উপকার হয়না সম্ভব
তিনি মহাউপকারী থেকে পুরোভাগে
করেন যা লাগে যার দরকারী সব।
অধিনস্ত উপকারী রয়েছে অনেক
মহাউপকারী আছে একমাত্র এক।
বাররু
বাররু শান্তি প্রদানে স্বচেষ্ট নিজের
মনন ও ক্ষমতায় বাধাহীন ভাবে
সৃষ্টি কুল দল প্রতি, সেজন্য আমরা
এত সুখ ভোগ করি নিত্য অফুরন্ত।
শান্তি ও মঙ্গল দাতা নিজ ক্ষমতায়
এমন অপ্রতিরোধ্য যে তাঁর কাজের
ব্যাঘাত করার সাধ্য নেই কোন কারো
কুটিল মনের সাধে অথবা বাধায়।
তথাপি অশান্তি এসে মানুষের মাঝে
বিস্তারিত হয়ে সদা তাদের জীবন
দূর্বিসহ করে তোলে পাপের কারণে।
নতুবা পরখ করে দেখার ইচ্ছায়
তিনি এমন ঘটান বেশী পরিমাণে
শান্তি প্রদান নিমিত্তে নিজের বান্দায়।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯