আল-মুতাআলী মহা সর্বোচ্চ সত্ত্বার
মর্যাদায় অধিষ্ঠিত সকল জগতে
পারেনি কোথাও কেউ তাঁর মত হতে
সবার ভাগ্যের তিনি মহানির্ধারক।
সামান্য ঘাটতি নেই তাঁর ক্ষমতার
কিছুই হয়না তাঁর ইচ্ছার অমতে
বিপদ উদ্ধার হয় সে প্রভু দয়াতে
তাঁর কাছে তুচ্ছ সব মহা প্রতারক।
দর্পে আল-মুতাআলী কারো ক্ষমতায়
থাকেনা ক্ষতি করার এক বিন্দু শক্তি
তিনি না থাকলে পাশে কে পারে বাঁচায়?
অবাধ্য হওয়া তাঁর সাকুল্যে অযুক্তি
নির্বোধ নিজের ক্ষতি করে অবশেষে
অহেতুক ভোগে তাঁর অযথা বিদ্বেষে।
মুতায়ালী
মুতায়ালী সুমহান অধিপতি হয়ে
বান্দার সকল দিক খেয়াল রাখেন
সৃষ্টির সাথেতে নেই তার কোন মিল
সর্বোচ্চ মাত্রায় তিনি সকল গুণেতে।
তাঁর কাজে কোন ভুল কোন ক্ষেত্রে নেই
সেজন্য সঠিক পায় প্রাপ্তি সকলের
কেউ নাহি কোন কাজে ঠকে বিন্দুমাত্র
অপরাধী ধরাখাবে ঠিক ঠাক মতো।
জালিম জুলুম করে ভাবে বুঝি তার
কিছুই হবেনা এতে না পড়ে বিপদে
অথচ হাসরে এদের মুশকিল হবে।
অবকাশ কাল বলে মুতায়ালী চুপ
সে কারণে ভুলভাল ভাবে কত জন
নিধানের কালে তারা পাবে সব টের।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২