দেখায় আল-বাতিন পরম গোপন
সৃষ্টি উপলব্ধি থেকে তাঁর পরিচয়
বিবেক বিবেচনায় খুঁজে নিতে হয়
এশর্তেই লোকে তাঁকে সৃষ্টিকর্তা বলে।
তাঁকে দেখবার যারা আপত্তি তোলেন
এক্ষেত্রে তাদের জন্য তাঁর পথ নয়
তাদের বিপথে টানে বক্র বোধদয়
সে পথেই তারা সব দল বেঁধে চলে।
না দেখেও অবিশ্বাস করেনা অনেক
বিষয় যে সব লোক, শর্ত তোলে তারা
বিধাতায় দেখবার।তাদের প্রত্যেক
যোক্তিক দোষী, তারাতো বোধ-বুদ্ধিহারা।
অহেতুক চেতনার অযথা বিদ্বেষে
অবিবেকী অপরাধী ধরাখাবে শেষে।
বাতিনু
বাতিনু অপ্রকাশ্যের অভেদ্য ভান্ডার
যাঁর লুকানো তথ্যের রহস্য উদ্ধারে
অক্ষম সকল সৃষ্টি, যদি না তিনি
প্রকাশ করেন নিজ সামান্য গোপন।
অথচ তিনি জানেন সকল গোপন
যেথায় লুকানো আছে গোপনীয়তায়
যা কিছু যদিও সেটি মনের গভীরে
লুকানো সকল মনে, তিনি তা জানেন।
ইচ্ছে হলে তিনি তাঁর গোপন জানাতে
পারেন তা’যাকে খুশী, তা’যেভাবে খুশি
সেজন্য অনেকে জানে অনেক বাতিন।
যা অনেকে না জানায় অবিশ্বাস করে
যদিও এতে যে জানে তার ক্ষতি নেই
কারণ সে তার জ্ঞানে অবশ্য সন্তুষ্ট।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬