আজ-জাহির পরম প্রকাশিত স্থিত
জগৎ সমূহ জুড়ে সৃষ্টি প্রকৌশলে
বলে তারা হয়না এ নির্মাতা না হলে
তাঁরে খুঁজে পাবে সব সৃষ্টির পাতায়।
পরখ করবে সব জ্ঞানের অমৃত
মনোযোগ দিয়ে খুব দৃষ্টি কৌতুহলে
দেখনা সৃষ্টিরা সব কার কথা বলে?
বিপথে যাবেনা ভুলে পরের কথায়।
উপরে তাকিয়ে দেখ সুনীল আকাশ
জমিনে সাজানো সব দেখ একে একে
তারাই আজ-জাহিরে করবে প্রকাশ।
আলস্য করলে পথ উল্টা যায় বেঁকে
বাস্তবতা ভিন্ন দিকে ঘুরে থাকে আর
মিলেনা সন্ধান প্রিয় সৃষ্টি বিধাতার।
জাহিরু
জাহিরু প্রকাশ্য তাঁর সৃষ্টির বিচারে
সৃষ্টি তাঁর বলে দেয় তিনি বিদ্যমান
নিজে নিজে একমাত্র তিনি হয়েছেন
আর সব তাঁর সৃষ্টি স্পষ্ট বুঝা যায়।
নিজে নিজে হতে পারে শুধু একজন
কারণ যে নিজে হবে সে হবে অসীম
সসীম হবেন তিনি নেইতো কারণ
পারলে অসীম হতে কে হয় সসীম?
সীমাদাতা না থাকায় হয়না সসীম
যে হয় একান্ত নিজে সৃষ্টিকর্তা ছাড়া
এ নিয়ম সাধারণ অস্তিত্ব জগতে।
অসীমদের আলাদা করা অসম্ভব
বলে সব অসীমেরা হয় একজন
তাহলে অপর সব শুধু সৃষ্টি তাঁর।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২