(এক)
আল-আখির
আল-আখির পরম শেষ, যাঁর আর
পর নেই, কোন কিছু বিদ্যমানতায়
তিনি না থেকে থাকার নেইতো উপায়,
সব শেষ হয়ে তিনি একা থাকবেন।
বিলিনের যে নিয়ম আছে অনিবার
সে নিয়ম তাঁর ক্ষেত্রে কার্যকারিতায়
অপারগ, তিনি ছাড়া অন্যের বিদায়
ঘটিয়ে নিজেরে তিনি একা রাখবেন।
অসীমত্বে নিরাকার অসম্ভব শেষ
হওয়া তাঁর, সেজন্য সময়ে সকল
লাভ নেই তাঁর প্রতি অযথা বিদ্বেষ।
জগতে যাদের সব মস্তিষ্ক বিকল
তাঁর বিপরীতে তারা হাঁটে খেয়ে ধোকা
সবে তারা এমনটা হয়ে থাকে বোকা।
আখির
আখির সবার শেষ তাঁর পরে নেই
অন্য কিছু এ জগতে অন্তহীন ভাবে
নিজেরে টিকাতে পারে বিলুপ্তি কাটিয়
আখিরের মত হয়ে অনন্ত অক্ষয়।
সব কিছু ভেঙ্গে চুরে হলেও নিঃশেষ
প্রলয়ের সাধ্য নেই তাঁকে শেষ করে
ফিরাতে আবার শূণ্যে অস্তিত্ব বিহীন
করে তাঁর সর্বব্যপ্ত অসীম সত্ত্বায়।
সেজন্য বলেন তিনি সব শেষ হয়ে
একা তিনি অবশিষ্ট সমগ্র জগতে
রইবেন সম্মানিত মহিয়ান হয়ে।
আখির আখের এনে অবলিলা ক্রমে
করবেন আয়োজন মহাবিচারের
যাতে সবে পেয়ে যাবে নিজ কর্মফল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩