আল-আউয়াল
পরম প্রথম প্রভু আল-আউয়াল
সবার শুরুতে তিনি তাঁর পরে সব
শুধুই নিজেকে করে একা অনুভব
আর সব তিনি একা সৃষ্টি করেছেন।
কাল শুরু তাঁর থেকে তিনি মহাকাল
তাঁর চাওয়াতে সব হয়েছে উদ্ভব
গুণে তাঁর সবকিছু হয়েছে সম্ভব
বিচিত্র আকৃতি সব তিনি গড়েছেন।
প্রমাণ হয়না নিজে কোন কিছু আর
সেরকম তিনি হয়ে থেমে গেছে সেটা
একা তিনি সেরকম আছেন দুর্বার।
নিয়ম এটাই, হয় যোগ্যতায় যেটা
অযোগ্যতা কারণেতে নেই তাঁর মত
এমন খোঁজায় সবে হবে আশাহত।
আউয়াল
আউয়াল প্রথম যে অস্তিত্বে এলেন
অসীম বিস্তৃতি নিয়ে মহাশূণ্যে একা
তাঁরমত আর কেহ পারেনি এমন
বিস্তৃত বিশাল হয়ে আবির্ভূত হতে।
সেখানে সকল কিছু হয়েছে বিলিন
অসীমত্বে নিজেদেরে না পেরে টিকাতে
একমাত্র আউয়াল সেথা টিকেছেন
অতঃপর করেছেন সকল সৃজন।
অন্যদের না টিকায় অসীমের টান
তাদের সকলে টেনে করেছে অসীম
সবাই হয়েছে এক হয়নিতো ভিন্ন।
প্রকৃতির নিয়মেতে হয়ে আউয়াল
মহা প্রকৃতির স্থান করেন দখল
এখন তিনি হলেন এর নিয়ন্ত্রক।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০