মহাপ্রতিরোধকারী আল-মানি যাঁর
অমতে কর্ম সাধন করা অসম্ভব
এমন করায় কারো বন্ধ পথ সব
তিনি না চালালে কিছু থাকেনা সচল।
আল-মানি না চাইলে সাধ্য থাকে কার
কোন কাজ করে ফেলা একাই সম্ভব?
তিনি যদি করে দেন সে কাজ গজব
তবেতো সেখানে সেটা হয় যে অচল!
মানির অমান্যে চলে একান্ত নির্বোধ
তাদের অবস্থা হয় নিতান্ত বেহাল
অমান্যে মানি করেন সব পরিশোধ।
উল্টা পথে উল্টা মতে অবস্থা বেতাল
বিপদে আপদে ঘিরে অবস্থা অগতি
মহাপ্রতিরোধককে মানায় সুগতি।
মানিউ
মানিউ বান্দার মহা কষ্ট নিবারক
দুঃখ-কষ্টে তাঁর চেয়ে বড় বন্ধু নেই
তাঁর ইচ্ছা ভিন্ন অন্যে পারেনা একাজ
সেজন্য অন্যের প্রতি হাত পাতা দোষ।
মানিউর আছে মন ক্ষমতাও আছে
অসীম সম্পদ তাঁর আছে ভান্ডারেতে
প্রাপ্তিক্ষেত্রে ইচ্ছে তার যথেষ্ট বিবেচ্য
বান্দার শুধুই তিনি করেন মঙ্গল।
মানুষ যা চায় সেটা নাও পেতে পারে
যতি তাতে থাকে তার কোন অকল্যাণ
মানুষ জানেনা যেটা মানিউ জানেন।
তবে নিবারন যোগ্য হলে করে সেটা দূর
মানিউ সকল জনে করেন উদ্ধার
সেজন্য স্মরণ তাঁর সদা দরকার।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০