মহা দারিদ্রতাড়ক আল-মুগনীর
দয়া পেলে বুদ্ধি ফিরে কর্মদক্ষতায়
মানুষ জীবন পথে সুখে হেঁটে যায়
সৌভাগ্যের ঝলমলে দিন ফিরে আসে।
অভাবের তাড়নায় নীচু করে শীর
কতেক অবোধ লোক আলস্যে কাটায়
সময়ের সোনা রোদে।অযথা ঘুমায়
তারা সব কল্পনার নরম বাতাসে।
দারিদ্র উধাও হলে চনমনে মনে
সময় সহজে কাটে আনন্দে উত্তম
সেজন্য খাটুনি লাগে শ্রম ফুল বনে।
কাজ হয়ে বেশী আর কথা হলে কম
অভাবমোচনকারী পরম দয়াতে
বান্দায় রাখেন খুব সুখে ও শান্তিতে।
মুগনিউ
অভাবমোচনকারী মুগনিউ একা
দোসর লাগেনা তাঁর একাজেতে কোন
পারেন অভাব একা দূর করে দিতে
কাজেই একাজে শুধু তাঁকে ডাকা ভাল।
অন্যের ক্ষমতা নেই কার্য সমাধানে
তথাপি মানুষ ভুলে ভুলস্থানে তার
হাত পেতে অযথাই পেতে চায় কিছু
যদিও বাস্তবে সেটা দেন মুগনিউ।
মানুষের দরকার বিবেচনা করে
ভূলস্থানে পাতলেও হাত ভুল করে
মুগনিউ দয়াগুণে সেটা দিয়ে দেন।
তবে এ ভুলের দায় দিতে হবে পরে
হাসরে এসব হবে অনেক লজ্জার
এরপর আরো আছে শাস্তি বেশুমার।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯