মহা অগ্রসরকারী আল-মুকাদ্দিম
সম্মুখে এগিয়ে নেন স্থবির জীবন
গতিময়তায় যার তীব্রতা এমন
কঠিন পাথর যেন চলমান হয়।
সভ্যতা কষ্টের ছিল অচল আদিম
অনুক্রমে মানুষের বেড়ে বুদ্ধি জ্ঞান
বেড়ে গেছে নিত্যানন্দে সভ্যতার মান
বিধাতার করুণায় এসেছে বিজয়।
মানুষ সকল করে বদলিয়ে রূপ
আসলটা হয়ে থাকে সৃষ্টি বিধাতার
সেজন্য চলেনা তাঁকে করা দোষারোপ।
সঠিক সত্যকে করে সর্বদা স্বীকার
আল-মুকাদ্দিমে লোকে করে চির নতি
নিজের বজায় রাখে জীবনের গতি।
মুক্বাদ্দিমু
মুকাদ্দিমু অগ্রযোগ্যে অগ্রসরকারী
যেমন আদম তাঁর আনুগত্য মেনে
ইবলিশে পিছে ফেলে এগিয়ে গেছেন
অবাধ্য ইবলিশের ঝুটেছে লানত।
মুক্বাদ্দিমুর আদেশে অনুগত জন
তাঁর মন সন্তুষ্টিতে এগিয়ে থাকেন
তাদের কপাল ভাল হয় পরিশেষে
সাময়িক কষ্টবাধা অতিক্রমকরে।
অযোগ্যের দল মরে দাম্ভিকতাকরে
অহেতুক আলস্যের প্রশ্রয়প্রদানে
চিরায়ত অধৈর্যের স্থানদিয়ে মনে।
বিনয়ে এগিয়ে চলে বুদ্ধিমান সব
মুক্বাদ্দিমু প্রতি তারা আনুগত্য করে
প্রাপ্তির চুড়ায় উঠে তাঁর করুণায়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০