আস-সাবুর পরম ধৈর্যশীল এক
অনুপম মায়াময় অনন্য বিধাতা
অন্যায়ে অবলম্বন করে নিরবতা
পাপীদের খানিকটা অবকাশ দেন।
পাপীদের পাপ হয় অনেক অনেক
আদ্যপান্ত ভরা থাকে অপরাধ খাতা
কত কত অপরাধ ভরা পাতা পাতা
তথাপি পাপেতে প্রভু অপেক্ষা করেন।
অস্বীকারকারী তাঁকে অস্বীকার করে
কত অপমান করে কথায় কথায়
সে সবে দেখেন প্রভু যদি আসে ফিরে
থাকেন অনেক তিনি এর অপেক্ষায়।
সাবুরের অবকাশে সুখে বসবাস
করে, গড়ে সৃষ্টিদল অস্থায়ী নিবাস।
ছাবুরু
ছাবুরু অসীম ধৈর্যে জগত শাসন
করেন সে জন্য এটি বিদ্যমান আছে্
এখনো, নতুবা হয়ে বিনাশ সকলে
একাই থাকতে হতো তাঁকে চিরকাল।
শরিকানা মানুষেরা তাঁর সাথে করে
ক্ষুদ্র বস্তু জীব জড়ে অথবা এমন
ভাবে তাঁকে যাতে আর পরিচয় তাঁর
থাকেনা যেমন তিনি, কি বিরক্তি কর!
শীরকের জুলুমের আঘাতে আঘাতে
জর্জরিত সাবুরের সাথে তামাশায়
মেতে উঠে যত সব নির্বোধ মানব।
ছাবুরের প্রিয়জনে কত অত্যাচার
করে তাঁরে ছুড়ে দেয় প্রত্যহ চ্যালেঞ্জ
ছাবুর না হলে তিনি হতো সব শেষ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫