মহা উত্তরাধিকারী আল-ওয়ারিস
মানুষের ক্ষেত্রে এটা ক্ষণ উপহার
মালিক পরিবর্তন হয়ে বার বার
ওয়ারিসি ধারা চির চলতেই থাকে।
অস্থায়ী মালিকদের থাকেনা হদিস
একে গড়ে অন্যে ভাঙ্গে ছড়িয়ে বিকার
যা ছেড়ে সে চলে যায় ওপারে আবার
ভাঙ্গা গড়া জীবনের চলে বাঁকে বাঁকে।
জগৎ এমন হলে হতো কি উপায়?
ভেঙ্গে ভেঙ্গে রূপাকার হতো কি কেমন?
আল-ওয়ারিসের এ বিদ্যমানতায়
সমগ্রে সকল আছে সুন্দর এমন!
থাকা তাঁর চিরকাল স্থায়ীত্বে অটল
সুচারু রূপেতে সব রয়েছে সচল।
ওয়ারিছু
ওয়ারিছু দেহত্যাগী আত্মাদের হয়ে
উত্তরাধিকারী প্রভু, রাখেন আত্মায়
সযতনে যেন তারা হারিয়ে না যায়
তাদের দেয়ার জন্যে প্রাপ্য প্রতিফল।
মৃতের সম্পদে ভিন্ন উত্তরাধিকারী
উত্তরাধিকারী প্রভু আত্মার বেলায়
মৃতের নিজের বলে থাকেনা কিছুই
আত্মাতার তাকে সদা প্রভুর জিম্মায়।
মৃতআত্মা ভাল থাকে ভাল কর্মফলে
নতুবা কষ্টের মাঝে কাটবে সময়
হাসরের পরে পাবে স্থায়ী আবাসন।
স্থায়ী আবাসনে ভাল আবাসন পেতে
এখন প্রভুর তুষ্টি নিশ্চিত করনে
কাজ করে যেতে হবে ধৈর্য সহকারে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮