পরম কল্যাণকারী আন-নাফি নিজ
সৃষ্টজীব প্রাণিদের কল্যাণ করেন
তারাও কথায় তাঁর সুপথ ধরেন
ভোগেনা কখনো তারা অযথা বিকারে।
ভালগাছ হয়ে থাকে হলে ভাল বীজ
সেজন্য সুবোধ ভাল তালাসে থাকেন
বিধাতাও তাদেরকে শান্তিতে রাখেন
সব কিছু হয়ে থাকে যোগ্যতা বিচারে।
কল্যাণের উপযোক্ত সেসকল নয়
নিজেই নিজের যারা করেনা কল্যাণ
তাদের থাকেনা ভাগ্যে সুখরাজ্য জয়।
পরিশ্রম থেকে দূরে থাকে অকল্যাণ
বিধাতা চেষ্টায় দেন সৌভাগ্য কপাল
আলস্য বিব্রত করে রাখে চিরকাল।
নাফিউ
নাফিউ কল্যাণকারী সকল সৃষ্টির
এ সত্যের অমান্যতা ক্ষতির কারণ
তখন গজব এসে বিপদ ঘটায়
অকৃতজ্ঞ দল এতে পড়ে বিপাকেতে।
কল্যাণে কৃতজ্ঞ হলে সেটা আরো বাড়ে
কৃতজ্ঞতা প্রকাশের জন্য দান করা
কৃতজ্ঞতা প্রকাশের একটি নিয়ম
তারপর খুশিমনে ইবাদত করা।
পরের কল্যাণ করা নিজের কল্যাণে
নাফিউর অনুগ্রহ প্রাপ্তির কারণ
ইহকাল পরকাল এতে হয় ভাল।
অপরের ক্ষতি যদি করে কোন জন
সেই জন নিজ ক্ষতি ডেকে আনে এতে
কল্যাণ্যে কল্যাণ মিলে নাফিউর থেকে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪