মহা অকল্যাণকারী আদ-দার সব
অসতের অকল্যাণ সর্বদা করেন
তাদের কু-কাজে পথ আগলে ধরেন
অল্পতেই থামে যেন সব দুষ্ট লোক।
শয়তানি মগজের কু-চিন্তা উদ্ভব
থামাতে প্রভু তাদের ক্ষমতা কাড়েন
তাদের দর্পের ভীত স্বক্রোধে নাড়েন
বিনষ্ট করেন সব তাদের পুলক।
নিরিহের উপশম হোক যন্ত্রণার
সে জন্য দুষ্টের ক্ষতি চান বিধাতায়
খানিকটা আচরণ দেখে পাপাত্মার
আদ-দার সেসবের বিনাশ ঘটায়।
বিধাতার ক্ষমতার অনন্য প্রকাশে
জগৎ সুন্দর হয় দুষ্টের বিনাশে।
দাররু
দাররু বিপদ দাতা শাস্তি-পরীক্ষায়
মানবের জীবনের প্রতি ক্ষণে ক্ষণে
সুস্থ্য মনে মেনে নিলে আখেরে মঙ্গল
হয় সব মানুষের নতুবা বিনাশ।
যে দেয় বিপদ এর মুক্তিদাতা শুধু
তিনি বলে তাঁকে এর থেকে পরিত্রাণে
ডেকে চেয়ে নিতে হয় মুক্তির অপার
আনন্দ, তাঁর সন্তুষ্টি প্রাপ্তির মাধ্যমে।
যে দেয় বিপদ তাঁরে রাগালে বিপদ
আরোবেশী বেড়েগিয়ে অধীক মাত্রায়
জীবন কন্টকাকীর্ণ করে সকলের।
সেজন্য বিপদ হলে দাররু সমীপে
দরখাস্ত করে পেশ লাঘব প্রচেষ্টা
চালানো সবার জন্য সমিচীন কাজ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০০