আল-মুমিতু পরম মৃত্যুদাতা সব
বিদ্যমাণ প্রাণীদের।চিরকাল নয়
এখানে জীবন কারো।চলে যেতে হয়
রেখে, নিজের সঞ্চিত সমস্ত সম্পদ।
শবযাত্রা দেখে মনে আসে অনুভব
বেঁচে থাকা কারো জন্য চিরকাল নয়
নয়তো জীবন কারো অজয় অক্ষয়
চলেনা মৃত্যুর ক্ষেত্রে বাদ-প্রতিবাদ।
সামান্য সময় জুড়ে জীবনের ব্যাপ্তি
দাম্ভিকতা মনে পুষে লাভ নেই বেড়ে
যে কোন সময় হয়ে চাঞ্চল্যে সমাপ্তি
এক দিন যেতে হয় সব কিছু ছেড়ে।
জীবন মৃত্যুর মাঝে প্রাণ চলমান
মৃত্যুর ভয়েতে থাকে সদা কম্পমান।
মুমিতু
মুমিতু প্রাণীর দলে মৃত্যুদাতা হয়ে
মৃত্যু ঘটিয়ে দিবেন সময়ের পর
জোরকরে বেঁচেথাকা হয়না সম্ভব
মৃত্যু এসে সকলের ঘাড় মটকায়।
মানুষের বেঁচেথাকা ক্ষণিক সময়ে
মুমিতু করলে দয়া আয়ুকাল বাড়ে
তবে কেহ চিরকাল নাহি থাকে বেঁচে
একদিন সকলের চলে যেতে হয়।
ক্ষণিকালয়ের স্বপ্নে বিভোর মানুষ
শক্তির দাপটে করে কত অত্যাচার
মুমিতু করেন সব দম্ভ অবশান।
অত্যাচারিতরা সব হাঁফ ছেড়ে বাঁচে
পাপীর মৃত্যুর পরে শান্তির প্রশ্বাসে
মুমিতু এক্ষেত্রে হলেন শান্তি সহায়ক।
"আল-মুমিতু" নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-মুমিতু আল্লাহ মৃত্যুদানকারী
মরনের পরে হবে কবরেই বাড়ি,
সে দিনের পাথেয় নিয়েছো কি কিছু?
মুমিতু মালিকে রও সিজদায় নিচু।
মরনের স্বাদ পাবে সব জীবিতরা
একদিন তাঁর হাতে পড়বেই ধরা,
যেওনা পাপের কাজে শয়তান পিছু
এইতো সে মহাক্ষণ লও পূণ্য কিছু।
আল্লাহর বিধানে অপারগ হলে
ব্যক্তি নিয়ন্ত্রণে তুমি সক্ষম না হলে
আল-মুমিতু জিকিরে ঘুম যাও রাতে।
প্রশান্ত আত্মা তোমার অনুগত হবে
নিজের নিয়ন্ত্রণেও সফলতা পাবে
এই গুন আল্লাহর মহিমা মুমিতে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭