আল-কাদির কাজের পরম সক্ষম
সর্বশক্তিমান যাঁর কাজেতে অপার
রয়েছে ক্ষমতা,তবে অকাজে বেকার,
তাঁর সাড়া মিলবার অসার কামনা।
কর্ম পরিচালনায় কখনো অক্ষম
কোন কাজে নন তিনি।তবে দরকার
হলে করেন সকল, ইচ্ছে হলে তাঁর,
লাভ নেই তাঁর কাজে অযথা কল্পনা।
সর্বশক্তিমান যাঁর অপারগতায়
নেই কোন কাজ।তাঁর আছে সর্ব শক্তি
সর্ব কাজে।সকলের আস্তার সঞ্চয়
লয়ে বিদ্যমান তাঁর অফুরান ভক্তি।
অবোধ অবাধ্য তাঁর হয়ে ভাগ্যহত
বুদ্ধিমান থাকে তাঁর চির অনুগত।
কাদীর – সর্ব শক্তিমান
কাদীরু সকল ক্ষেত্রে সর্ব শক্তিমান
পারেন না সেরকম নেই তাঁর ক্ষেত্রে
যদি তা বাস্তব কোন কাজ হয়ে থাকে
অবাস্তবে তিনি কোন দায়বদ্ধনন।
শক্তিতো সঞ্চার হয় বাস্তব বিয়য়ে
যেমন ঘোড়ার ডিমে প্রাণ দান করা
এটা নয় কোন কালে বাস্তব বিষয়
এমন না পারা সেতো না পারা যে নয়।
ক্বাদীরু পারেন উহা যা কাজ সাব্যস্ত
যা নয় কাজ তা’ পারা না পারা বিষয়
হয়না বিবেচ্য কোন যুক্তির নিরিখে।
কাজেই ক্বাদীরু সব পারেন এসত্য
মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব কাজ
গায়ে ঠেলা যুক্তি কেউ কখনো মানেনা।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২