মহা অপমানকারী আল-মুযিল্লুর
ক্রোধানল দুর্নিবার জ্বলে, মহাঠক
জুলুমবাজ জালিম মহাপ্রতারক
পাপীদের অপমানে শায়েস্তা করায়।
বেকুব তামাশাকারী বেয়াদব ক্রুর
অন্তর আঘাতকারী মহামারাত্মক
তামাশা সর্বদাকরে। আচারে উল্লুক
সকলে হিসাব হবে কড়ায় গন্ডায়।
জঘণ্য অন্যায়কারী দেখবে সম্মুখে
কি ভীষণ অপমান!ভাবেনি দূর্জন
দেখবে এমন দিন নিজের দু’চোখে।
নিজেরে বেকুব মেনে ভাববে তখন
এমন অসভ্য ছিল তার মন মতি,
যাতে ভুগতেই হবে অসহ্য দূর্গতি!
মুযিল্লু
মুযিল্লু অবাধ্য জনে অপমানকারী
এ ক্ষেত্রে ইবলিশের উপমা প্রথম
সে পারেনি আল্লাহর কথা মেনে নিতে
সে জন্য সে হারিয়েছে নিজের সকল।
নিষ্ঠুর দাম্ভিক জন এখন বুঝেনা
কি হাল তাদের হবে অবকাশ পরে
অপমান কাকে বলে দেখবে সে সব
অপরাধী আল্লাহর বিচারের পর।
আল্লাহর অপমান ভীষণ কঠিন
অকল্পনীয় এমন যার অনুমান
অসম্ভব সে কারণে আত্মরক্ষা ভাল।
আল্লাহর অপমান থেকে রক্ষা পেতে
উপায়টা হলো থাকা বাধ্যতায় তাঁর
নতুবা শেষেতে হবে সমূহ বিপদ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫