চিরস্থায়ী বিদ্যমান আল-কাইয়্যুম
মহাকাল জুড়ে যাঁর আছে অবস্থান
কোথাও ঘাটতি নেই আছে অফুরান
উপস্থিতি সে প্রভুর সকল জগতে।
তাঁর দানে খেয়ে দেয়ে দেয়া যায় ঘুম
করুনায় পেয়ে তাঁর বিপদে আসান
অনেকেই গেয়ে থাকে শুকরিয়া গান
জীবন তখন কাটে ব্যস্ত সময়েতে।
অস্থায়ী মালিক হলে কাজ করে ভয়
হারিয়ে গেলেই কাজ হয় অহেতুক
করেও দারুণ কাজ ঠকতেই হয়।
অস্থায়ী মালিক হয় কখনো উল্লুক
খাঠিয়ে হারিয়ে যায়। কর্মে অসফল
হয়ে কাঁদে অসহায় কর্মীদের দল।
কাইয়্যুম
কাইয়্যুম চিরস্থায়ী সে জন্য বিপদ
চিরস্থায়ী হবে কারো তিনি যদি চান
একারণে বুদ্ধিমান তাঁকে ভয় করে
অকারণে বেউকুফ তাঁকে ভুলে থাকে।
চিরস্থায়ী বলে তাঁর সন্তুষ্টি বিধানে
প্রতিদান না মিলার সম্ভাবনা নেই
তিনি যদি প্রতিদান দেন ঠিক মতো
তবে কেউ কোন দিন তাতে ঠকবেনা।
কাইয়্যুম আমাদের মতো মরেগেলে
ছাড়াপেত অপরাধী পূণ্যবান ঠকে
অহেতুক হতো তার কাজবাজ সব।
চিরস্থায়ী বলে তিনি ভরসা এ মনে
একদিন মিলে যাবে সাধনার ফল
ভরসায় লোকে তাই কষ্ট করে যায়।
"আল-কাইয়্যুম" নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
কাইয়্যুম সে আল্লাহ সদা চিরস্থায়ী
পৃথিবীর সবকিছু সকলে অস্থায়ী,
একবার চলে গেলে ফিরবেনা কেউ
নিভে যদি যায় দীপ জীবনের ঢেউ।
ফিরবেনা জেনে রাখো যতো অহংকারী
কেউ নাই দুনিয়ায় জালিমের বাড়ি,
কাইয়্যুম নামে তুমি আল্লাহকে পাবে
তাঁর ক্ষতি কে করবে আছে কি কেউ?
মানুষের ভালোবাসা নেতৃত্ব কি চাও?
সব কাজে বরকত পেতে তুমি চাও?
আল্লাহর নাম স্মরো একনিষ্ঠ মনে।
ঈমানেতে কাইয়্যুমে নিবিষ্ট স্মরনে
সততই কাইয়্যুম জিকিরের ধ্যানে
প্রতিষ্ঠিত হয়ে যাবে মর্যাদা-সম্মানে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪